করোনার কারণে মূর্শিদাবাদে নির্বাচনী সফর বাতিল মমতার

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ চলতি মাসের ২২ তারিখ এবং ২৩ তারিখ পরপর দু’দিন মুর্শিদাবাদের জঙ্গিপুর এবং সামশেরগঞ্জে সভা করার কথা ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের।  সূত্রের খবর, বাতিল করা হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের মূর্শিদাবাদ সফর।

জঙ্গিপুরের তৃণমূল সাংগঠনিক জেলার সভাপতি ও সাংসদ খলিলুর রহমান জানান করোনার কারণে বাতিল করা হয়েছে তৃণমূল সুপ্রিমোর সভা।  তিনি বলেন সুপ্রিমো সভা করলে হাজার হাজার মানুষ ভিড় বাড়াবেন। নির্বাচন কমিশনের বিধি লঙ্খন করা হবে। তাই সবদিক বিবেচনা করেই ভিড় এড়াতেই এই সিদ্ধান্ত নিয়েছেন দলনেত্রী।

সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জঙ্গিপুর এবং সামশেরগঞ্জে নির্বাচনী প্রচারে যাওয়ার কথা ছিল ২০ তারিখ। সংশ্লিষ্ট দুটি কেন্দ্রে অভিষেক যাবেন বলে জানা গিয়েছে দলীয় সূত্রে।

উপনির্বাচনের দিন ঘোষণা হওয়ার পর থেকেই জোরকদমে প্রচার শুরু করে দিয়েছে সবপক্ষই।  ভবানীপুর হাইভোল্টেজ কেন্দ্র হলেও এবং জঙ্গিপুর ও সামশেরগঞ্জের প্রচারে কোন রকম ভাবে ফাঁকফোকর রাখতে চাইছেনা রাজ্য তৃণমূল নেতৃত্ব।

সীমিত সময়ের মধ্যেই তৃণমূলের প্রথম সারির নেতৃত্বরা এই দুই কেন্দ্রে প্রচারে যাচ্ছেন বলে জানা গিয়েছে। তৃণমূলের জেলা নেতৃত্বের তরফে জানানো হয়েছে কোভিড প্রটোকল মেনে মুর্শিদাবাদের এই দুই কেন্দ্রে সভার ব্যবস্থা করা হয়েছিল।  মুখ্যমন্ত্রীর বার্তা সকলের কাছে পৌছে দিতে জায়ান্ট স্ক্রিনের ব্যবস্থা করা হয়েছিল। তবে শেষ পর্যন্ত সেই ভিড় এড়ানো নিয়ে সংশয় থাকায় বাতিল সভা।

জঙ্গিপুরের তৃণমূল প্রার্থী জাকির হোসেন এবং সামশেরগঞ্জে প্রার্থী আমিরুল ইসলাম। গতবার ভোটের কয়েকদিন আগে করোনা আক্রান্ত হয়ে দুই কেন্দ্রে বিরোধী রাজনৈতিক দলের প্রার্থীর মৃত্যু হওয়ায় স্থগিত হয়ে যায় নির্বাচন।

সম্পর্কিত পোস্ট