যোগীরাজ্যের প্রচারে কলকাতার ছবি, নীল-সাদা রঙের উড়ালপুলে হলুদ ট্যাক্সি

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে এ রাজ্যে কোনো উন্নয়ন হয়নি। বিধানসভা নির্বাচনের প্রচারে নেমে দাবি করেছিল বিজেপি সেইসঙ্গে ভোটে জিতে আসলে বাংলা গড়ার অঙ্গীকার করেছিলেন বিজেপি নেতৃত্বরা।

ঘনঘন উত্তরপ্রদেশ, ত্রিপুরা, মধ্যপ্রদেশ থেকে নেতৃত্ব আসছিলেন এরাজ্যে বিজেপির প্রচারে। কটাক্ষের তালিকায় ছিল নীল- সাদা রং। বারংবার তারা অভিযোগ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে রাস্তাঘাট থেকে কর্ম সংস্থন ও রাজ্যের আইন শৃঙ্খলা তলানিতে গিয়ে ঠেকেছে। তাই ভোটে জিতে সোনার বাংলা গড়ে এ রাজ্যের মানুষকে স্বস্তি দিতে চায় বিজেপি এই ছিল ভোট প্রচারে তাদের মূল মন্ত্র।

বিজেপি নেতৃত্বের সেই স্বপ্ন ভেঙে চুরমার। দু’শোর বেশি আসন নিয়ে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করেন মমতা বন্দোপাধ্যায়।

আগামী বছরই উত্তরপ্রদেশের বিধানসভা নির্বাচন। এখন থেকেই যোগী রাজ্যের উন্নয়নের প্রচার শুরু করে দিয়েছে গেরুয়া শিবির। এখানেই ঘটলো চাঞ্চল্যকর ঘটনা।

জলমগ্ন রাজধানীর রাস্তায় অব্যাহত কৃষক আন্দোলন

যোগী রাজ্যের উন্নয়নের ছবি তুলে ধরতে রবিবার একটি সংবাদপত্রে উত্তরপ্রদেশ সরকারের বিজ্ঞাপন প্রকাশিত হয়। সেখানে দেখা যায় বিজ্ঞাপনে ব্যবহার করা হয়েছে কলকাতার মা উড়ালপুলের ছবি। সঙ্গে রয়েছে কলকাতার একাধিক অভিযোগ এবং রেস্তোরাঁর ছবিও। সেই সঙ্গে রয়েছে কলকাতার ঐতিহ্য হলুদ ট্যাক্সি।

স্বভাবতই এই ঘটনা সামনে আসতেই বিজেপিকে একহাত নিতে পারেন তৃণমূলের নেতৃত্বরা। তৃণমুলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দোপাধ্যায় বলেন, ‘ডবল ইঞ্জিন মডেল’ ব্যর্থ হওয়ায় বাংলার উন্নয়নের ছবিতেই ভরসা করছে যোগী সরকার।

উত্তরপ্রদেশ সরকার এই ঘটনায় সংবাদপত্রের দিকেই অভিযোগের আঙুল তুলেছে। একটি বিবৃতিতে যোগী সরকার জানিয়েছে, ছবির দায় সংবাদপত্রের। যদিও গোটা বিষয়টি নিয়ে রাজনৈতিক চাপানোতর থামছেই।

সম্পর্কিত পোস্ট