গুজরাটের মুখ্যমন্ত্রী বাছাইয়ের বৈঠক শুরু মোদী রাজ্যে, নীতিন প্যাটেলের নাম নিয়ে চলছে বিস্তর জলঘোলা

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ মোদী রাজ্যে হঠাৎই বড় রদবদলের সম্ভাবনা। শনিবার আচমকাই মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়েছিলেন বিজয় রুপানি।  বিধানসভা নির্বাচনের আগের গুজরাটের মুখ্যমন্ত্রী বদলে তোলপাড় দেশের রাজনীতি।

জানা গেছে, ইতিমধ্যেই উচ্চপর্যায়ের একটি বৈঠকে বসেছেন বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বরা ।ইতিমধ্যেই দলের তরফে গুজরাটে পাঠানো হয়েছে কেন্দ্রীয় মন্ত্রী নরেন্দ্র সিং তোমারকে।

বিধানসভা নির্বাচনের আগেই পালাবদলে হতবাক রাজনৈতিক মহল। কেন পদত্যাগ রুপানির সেই সম্পর্কে বিস্তারিত জানা যায়নি। পরবর্তী মুখ্যমন্ত্রী বাছাইয়ের জন্যই আজ তোড়জোড় শুরু হয়েছে।

এদিনের এই হাইভোল্টেজ বৈঠকে উপস্থিত থাকবেন দলের বর্ষীয়ান ২ নেতা ভূপেন্দ্র যাদব এবং বিএল সন্তোষ। বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষক প্রহ্লাদ যোশীর নেতৃত্বে এই বৈঠক হবে বলে জানা গিয়েছে।

ইতিমধ্যেই গুজরাটের মুখ্যমন্ত্রীর দৌড়ে যে কয়েকজনের নাম উঠে এসেছে তাঁরা হলেন পুরুষোত্তম রুপালা, উপমুখ্যমন্ত্রী নীতিন পাটেল, কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রী মানসুখ মান্ডবীয়া।

বছর ঘুরলেই বিধানসভা নির্বাচন। তার আগে বড়সড় পরিবর্তন নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।  কারণ গুজরাটের কুরসীতে যিনি বসবেন নির্বাচনের পর ক্ষমতা ধরে রাখা কার্যত তার কাছে চ্যালেঞ্জ।

যোগীরাজ্যের প্রচারে কলকাতার ছবি, নীল-সাদা রঙের উড়ালপুলে হলুদ ট্যাক্সি

ইতিমধ্যেই গুঞ্জন শোনা গিয়েছে, গুজরাটের মুখ্যমন্ত্রী থাকাকালীন বিজয় রুপানির কাজে সন্তুষ্ট ছিলেন না মোদি -শাহ।

যদিও গোটা ঘটনায় বিজেপিকে তোপ দাগতে শুরু করেছেন বিরোধীরা। কটাক্ষ করেছেন কংগ্রেস নেতৃত্বরা। বলছেন, রিমোট কন্ট্রোল সরকারের ব্যর্থতাকে আড়াল করতেই রুপানিকে ব্যবহার করা হয়েছে। গুজরাটে বিজেপি সম্পূর্ণ ব্যর্থ তা আরো স্পষ্ট হয়ে উঠছে নির্বাচনের আগে।

সম্পর্কিত পোস্ট