গুজরাতের নতুন মুখ্যমন্ত্রী হচ্ছেন ভূপেন্দ্র প্যাটেল

দ্যা কোয়ারি ডেস্ক: গুজরাতের নতুন মুখ্যমন্ত্রী হচ্ছেন ভূপেন্দ্র প্যাটেল। বিজেপির পরিষদীয় দলের বৈঠকে এনিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত।

শনিবার আচমকাই মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়েছিলেন বিজয় রুপানি । বিধানসভা নির্বাচনের আগের গুজরাটের মুখ্যমন্ত্রী বদলে তোলপাড় দেশের রাজনীতি।

ভূপেন্দ্র প্যাটেল গুজরাটের ঘাটলোদিয়া বিধানসভা কেন্দ্রের বিধায়ক। গত নির্বাচনে কংগ্রেসের শশীকান্ত প্যাটেলের বিরুদ্ধে ১ লত্র ১৭ হাজার ভোটের ব্যবধানে জয়ী হয়েছিলেন।  এরপর আহমেদাবাদ পৌর কর্পোরেশনের স্থায়ী কমিটিরও সভাপতিত্ব করেন। বর্তমানে গুজরাটের মুখ্যমন্ত্রী হিসেবে তাঁর উপরেই ভরসা রাখল দল।

মুখ্যমন্ত্রী বেছে নেওয়ার দায়িত্ব পড়েছিল কেন্দ্রীয় মন্ত্রী নরেন্দ্র সিং তোমারের উপর।  বিজেপির পরিষদীয় বৈঠকে এই সিদ্ধান্ত নিতে রবিবার গুজরাটে পৌঁছন কেন্দ্রীয় মন্ত্রী নরেন্দ্র সিং তোমার। এরপরেই নতুন মুখ্যমন্ত্রী নির্বাচন করা হয়।  সমস্ত জল্পনার অবসান করে বিজয় রূপানির উত্তরসূরি হলেন ভূপেন্দ্র প্যাটেল।  দায়িত্ব তুলে নিলেন মোদি রাজ্য গুজরাটের উন্নয়নের।

সম্পর্কিত পোস্ট