মঙ্গলবার ভারী বৃষ্টির সম্ভাবনা, সমুদ্রে যেতে নিষেধ মৎস্যজীবীদের

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের ভ্রুকুটি। দক্ষিণবঙ্গে ফের ভারী বৃষ্টির সতর্কতা। উত্তাল দিঘার সমুদ্র, গার্ডওয়াল টপকে আছড়ে পড়ছে ফুটপাথে। পর্যটকদের সতর্ক করতে চলছে মাইকে প্রচার।

মঙ্গলবার ভারী বৃষ্টির সম্ভাবনা রাজ্যের উপকূলবর্তী জেলায়। উপকূলের জেলাগুলিতে ২০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা। কমলা সতর্কতা জারি দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুরে। সমুদ্রে যেতে নিষেধ মৎস্যজীবীদের।

দক্ষিণবঙ্গের বেশকিছু জেলায় রবিবার বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া বইতে পারে বলে আলিপুর আবহাওয়া সূত্রে জানা গিয়েছে। আবহাওয়া দফতর সূত্রে খবর রবিবার সমুদ্র উত্তাল থাকবে। সেই সঙ্গে ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড় বইতে পারে।

গুজরাটের মুখ্যমন্ত্রী বাছাইয়ের বৈঠক শুরু মোদী রাজ্যে, নীতিন প্যাটেলের নাম নিয়ে চলছে বিস্তর জলঘোলা

মঙ্গলবার পর্যন্ত এই দুর্যোগ চলবে। পূর্ব-মধ্য বঙ্গোপসাগর যে নিম্নচাপ তৈরি হয়েছে ওড়িশা-পশ্চিমবঙ্গ উপকূলে স্থলভাগে প্রবেশ করে তা গভীর নিম্নচাপে পরিণত হবে। এরপর সেটি অগ্রসর হবে ছত্রিশগড়ে।

তবে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকলেও উত্তরবঙ্গে আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই বলেই জানা গিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে।

সম্পর্কিত পোস্ট