মেডিকেল ও নার্সিং কলেজের সংখ্যা বাড়াতে অভিনব উদ্যোগ রাজ্যের

দ্য কোয়ারি ডেস্ক: রাজ্যে মেডিকেল ও নার্সিং কলেজের সংখ্যা বাড়াতে অভিনব উদ্যোগ নিল রাজ্য সরকার। বেসরকারি ক্ষেত্রকে মেডিকেল ও নার্সিং কলেজ তৈরিতে উৎসাহ দিতে নতুন নীতিতে সীলমোহর দিয়েছে রাজ্য মন্ত্রিসভা।

সোমবার মন্ত্রিসভার বৈঠকের পর মুখ্য সচিব হরেকৃষ্ণ বিবাদী জানিয়েছেন কেন্দ্রীয় নীতি অনুযায়ী ৩০০ শয্যার হাসপাতাল না থাকলে কোনও সংস্থাকে মেডিকেল কলেজ তৈরি অনুমোদন দেওয়া হয় না। কিন্তু এটি সময়সাপেক্ষ।

তাই ইচ্ছে থাকলেও পরিকাঠামোর অভাবে বেসরকারি মেডিকেল নার্সিং কলেজ তৈরি করা সম্ভব হয় না অনেক সংস্থার পক্ষে। তাই এবার সিদ্ধান্ত নেওয়া হয়েছে শয্যা সংখ্যা শর্ত পূরণ করার জন্য মেডিকেল কলেজ তৈরিতে আগ্রহী বেসরকারি সংস্থা এখন সরকারি হাসপাতালের পরিকাঠামো ব্যবহার করতে পারবে।

৫ বছর পর্যন্ত তাদের সংশ্লিষ্ট সংস্থা ওই পরিকাঠামো ব্যবহার করতে পারবে। তার বেশি সময়ের জন্য সরকারি হাসপাতালে পরিকাঠামো ব্যবহার করে মেডিকেল কলেজ চালালে সংশ্লিষ্ট সংস্থাকে সরকারকে নির্দিষ্ট হারে টাকা দিতে হবে। নার্সিং কলেজের ক্ষেত্রেও এই একই নীতি প্রযোজ্য হবে।

মুখ্য সচিব জানান বেসরকারি নার্সিং কলেজ তৈরীর ক্ষেত্রে সংশ্লিষ্ট সংস্থার ন্যূনতম ১০০ শয্যার হাসপাতাল থাকা জরুরি। এই পরিকাঠামো না থাকলে সংশ্লিষ্ট সংস্থা সরকারি হাসপাতালে পরিকাঠামো ব্যবহার করে নার্সিং কলেজ তৈরি করতে পারবে।

তবে সে ক্ষেত্রে ২৫ শতাংশ আসন রাখতে হবে রাজ্য সরকারের কোটায় ছাত্র ভর্তির জন্য। ওইসব আসনে ভর্তি হওয়া পড়ুয়াদের ফি ধার্য করার বিষয়গুলো ছেড়ে দেওয়া হবে রাজ্য সরকারের উপরে।

মুখ্য সচিব জানান, রাজ্য সরকার ডাক্তারি ও নার্সিং শিক্ষার পরিকাঠামো বাড়ানোকে পাখির চোখ করেছে। জলপাইগুড়ি , ঝাড়গ্রাম, উত্তর ২৪ পরগনা সহ ৭ জেলায় নতুন সাতটি মেডিকেল কলেজ তৈরি করা হচ্ছে।

এর পাশাপাশি বেসরকারি পরিকাঠামো তৈরির ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে তাতে আগামী দিনে রাজ্যে যথেষ্ট পরিমাণে প্রশিক্ষিত চিকিৎসক এবং নার্স পাওয়া যায়।

সম্পর্কিত পোস্ট