বিজেপির অবাঙালী ভোট ব্যাঙ্কে থাবা, ভবানীপুরের মেগা লড়াইয়ে মমতার প্রচারে অভিষেক

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ ভবানীপুরে তৃণমূল প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে প্রচারে নামছে চলেছেন তৃণমূলের সর্ব ভারতীয় সাধারন সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আগামী ১৮ সেপ্টেম্বর একটি ঘরোয়া প্রচারে অংশ নেবেন তিনি। এরপর চলতি মাসের ২৫  এবং ২৬ তারিখ দুটি পৃথক সভায় মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে প্রচার করবেন অভিষেক।

চলতি মাসের ২৩ তারিখ জঙ্গিপুর এবং সামশেরগঞ্জ ভোট প্রচারে যাবেন তিনি। করোনা আবহে দুটি কেন্দ্রের নির্বাচন এবং একটি কেন্দ্রের উপনির্বাচনকে কেন্দ্র করে কোনরকম জমায়েত করা যাবে না নির্দেশিকা জারি করেছে ইলেকশন কমিশন। তাই তিনটি কেন্দ্রের ঘরোয়া প্রচার সভায় অংশ নিতে দেখা যাবে অভিষেককে।

তৃণমূল সূত্রে জানানো হয়েছে, ভবানীপুর এলাকার বেশ কয়েকটি ওয়ার্ডে বিজেপি-র অবাঙালি ভোট ব্যাংক মজবুত আছে। মূলত এইসব জায়গাগুলোতে থাবা বসাতে ময়দানে নামতে চলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

প্রসঙ্গত ২০২১ এর বিধানসভা নির্বাচনে যেভাবে গেরুয়া শিবিরের রাজ্য থেকে কেন্দ্রীয় নেতৃত্বরা আক্রমণ শনিয়েছেন অভিষেককে তা নজর কেড়েছিল সকলের। এসবের পরেও ২১৩ টি আসন নিয়ে জয়লাভ করে তৃণমূল।  সেই কৃতিত্বের অংশীদার হিসেবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক উত্থান যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।

করোনা আবহে পুজোয় বহাল ‘নাইট কার্ফু’ , রাত জেগে প্যান্ডেল হপিং-এ নিষেধাজ্ঞা

পশ্চিমবঙ্গের গণ্ডি ছাড়িয়ে পড়শী রাজ্যে দলকে নিয়ে যাবেন সর্বভারতীয় সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়ে ঘোষণা করেছিলেন অভিষেক। ত্রিপুরা, উত্তরপ্রদেশ, আসাম, গুজরাটে সংগঠনের কাজে মন দিয়েছেন তিনি। এই মুহূর্তে সব থেকে বেশি ত্রিপুরার রাজনীতি সরগরম হয়ে রয়েছে অভিষেককে নিয়ে।

তাই নিঃসন্দেহে ভবানীপুর সহ মুর্শিদাবাদের দুটি কেন্দ্রে বিজেপি কে নিশানা করে অভিষেক কী বার্তা দেন সেদিকেই তাকিয়ে রাজনৈতিক মহল।

সম্পর্কিত পোস্ট