দলনেত্রীর সঙ্গে সাক্ষাৎ, ফেসবুকের কভার ফটো বদল বাবুলের

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ নিজের কাজের সমস্ত খতিয়ান আপাতত স্যোশাল মাধ্যমেই তুলে ধরেছেন নেতা নেত্রীরা। তার থেকেই জানা যায় তাঁর প্রতিদিনের রাজনৈতিক ঘটনাক্রম। এধরনের কর্মকাণ্ডে যিনি শনিবার দলবদল করে রাজনীতিতে চমক দিয়েছেন তিনি বাবুল সুপ্রিয়।

রবিবার সাংবাদিক বৈঠকের পর সোমবার তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করলেন তিনি। আর সেই ছবি নিজের ফেসবুক পেজে ব্যবহার করলেন বাবুল।

এদিন গাড়ি চালিয়ে ডেরেক ও ব্রায়েনকে চাপিয়ে নবান্নে উপস্থিত হন প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী। সাক্ষাতের পর বেরিয়ে বাবুল বলে, দিদির সঙ্গে দেখা করে আমি খুব আপ্লুত। যা দায়িত্ব ওরা দেবেন আমি তাই পালন করব।

শুভেন্দু অধিকারী থেকে রাজীব বন্দ্যোপাধ্যায় এবং পরে বাবুল সুপ্রিয়৷ প্রত্যেকের রাজনীতির অদলাবদলীর ঘটনাক্রম স্যোশাল মাধ্যমের মাধ্যমেই আভাস মিলেছিল। সুপ্রিয় বরাল ওরফে বাবুল সুপ্রিয়ের ক্ষেত্রেও একই ঘটনা ঘটল। কয়েকমাস আগে কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন তিনি। কিন্তু মন্ত্রীত্ব হারিয়ে বেজায় ক্ষুব্ধ ছিলেন তিনি।

এরপর থেকেই স্যোশাল মাধ্যমে দলের বিরুদ্ধে একের পর পোস্ট করে গেছেন তিনি। এমনকি স্থির করেছিলেন রাজনীতি থেকে অবসর নেবেন। কিন্তু তা করেননি। বরং প্রথম একাদশে থাকার জন্য দলবদল করে ফেললেন৷ আর সোমবার মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাতের সেই ছবি ফেসবুকে এনে চমক দিলেন তিনি।

“দিদি যে গান গাইতে বলবেন সেটাই গাইব”, নবান্ন থেকে বেরিয়ে ঘোষণা বাবুলের

রবিবার সাংবাদিক বৈঠকে বাবুল যদিও বলেই ছিলেন দুই দফায় কথা হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। কাজের পাশাপাশি গানের দুনিয়াতেও শিল্পী বাবুলকে কর্মকাণ্ড জারি রাখার কথা দিয়েছেন তিনি। তবে সোমবার থেকে নতুন চ্যাপ্টার শুরু হল বাবুলের।

বুধবার সাংসদ পদ থেকে ইস্তফা দিতে দিল্লি যাবেন তিনি। শোনা যাচ্ছে লোকসভার পদ হারালেও রাজ্যসভায় অর্পিতা ঘোষের পদটি পেতে পারেন তিনি। তবে সবটাই সময়ের অপেক্ষা। কারণ, নির্বাচনের পর যে উল্টোস্রোত বইতে শুরু করেছে তাতে বাবুল সুপ্রিয়ের এত চটজলদি সিদ্ধান্ত চমকে দিয়েছে সকলকে।

সম্পর্কিত পোস্ট