শুক্রবার হোয়াইট হাউসে মুখোমুখি মোদি-বাইডেন, আফগানিস্তান সহ গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বৈঠকে
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ রাষ্ট্রপতি পদে প্রথমবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে স্বাগত জানাতে চলেছেন জো বাইডেন। সোমবার মার্কিন সরকারের তরফে জানানো হয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আতিথেয়তা সারতে প্রস্তুত হোয়াইট হাউজ।
দুই দেশের সম্পর্কের গাঁটছড়া আরও মজবুত করতে শুক্রবার মুখোমুখি হচ্ছেন দুই দেশের রাষ্ট্র প্রধান। তার আগে বৃহস্পতিবার উপরাষ্ট্রপতি কমলা হ্যারিসের সঙ্গে দেখা করবেন প্রধানমন্ত্রী।
স্বাধীনতার পর থেকেই মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কের গাঢ়ত্ব বাড়িয়ে এসেছে দুই দেশ। মোদি জমানায় প্রাক্তন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ভারত সরকারের সখ্যতা নিয়ে আন্তর্জাতিক মহলে ব্যাপক আলোচনা হয়েছে। এমনকি রাষ্ট্রপতি ট্রাম্পের হয়ে প্রচার করেছেন নরেন্দ্র মোদি।
পরে সরকার বদলে গেলেও দুই দেশের অটুট বন্ধন কখনই আলগা হবে না। এমনটাই নিশ্চিত করেছেন দুই রাষ্ট্রপ্রধান। সেইমতো ২৬ এপ্রিল নয়া মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে শুভেচ্ছা পাঠান নরেন্দ্র মোদি। এর আগে একাধিকবার ভার্চুয়াল বৈঠকে আলোচনা হয়েছে মোদি-বাইডেন।
রাষ্ট্রপতি পদে নির্বাচিত হওয়ার পর প্রথমবার নরেন্দ্র মোদির সঙ্গে মুখোমুখি বৈঠক করবেন জো বাইডেন।
সূত্রের খবর, সম্প্রতি আফগানিস্তানের তালিবান শাসন নিয়ে আলোচনা হতে পারে দু’পক্ষের মধ্যে। এছাড়াও কোভিড মোকাবিলা, ভারত মহাসাগরের সীমান্ত এবং পরিবেশ নিয়েও আলোচনা হতে পারে৷ মার্কিন সরকারের তরফে জানানো হয়েছে ভারতের সঙ্গে সম্পর্ক আরও মজবুত করতেই এই বৈঠক।
দ্বিপাক্ষিক বৈঠকে বিশেষ নজরে থাকবে জঙ্গি দমনে দুই রাষ্ট্রপ্রধানের পরবর্তী পদক্ষেপ। কারণ, আফগানিস্তানে তালিবান সরকার আসার পর থেকে একাধিকবার আলোচনায় বসেছে দুই দেশের আমলা থেকে শুরু করে বিদেশমন্ত্রকের আধিকারিকরা।
কারণ, আফগানিস্তানে তালিবানের বাড়বাড়ন্ত হলেই তার প্রভাব ভারতে ব্যাপকভাবে পড়তে পারে। তাই শুক্রবার মোদি-বাইডেন বৈঠকে কোনও চুড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে মনে করছে কুটনৈতিক মহল।
দুই দেশের শুক্রবারই প্রেসিডেন্ট বাইডেনের পরিচালনায় কোয়াড সামিটে উপস্থিত থাকবেন নরেন্দ্র মোদি। এছাড়াও উপস্থিত থাকবেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন এবং জাপানের প্রধানমন্ত্রী ইয়োশিহিদে সুগা। সেখানেও জঙ্গি দমন, সাইবার নিরাপত্তা সহ একাধিক বিষয় নিয়ে আলোচনা হতে পারে৷