অভিষেক-মুকুল বৈঠক, মেঘের দেশে ঘাসফুলের বিস্তার
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ অভিষেকের হাত ধরে উত্তর-পুর্বে ব্যাপক পরিবর্তন। ত্রিপুরা, অসম ছাড়িয়ে এবার মেঘালয়ের দিকে পা বাড়ালেন তৃণমূলের সর্ব-ভারতীয় সাধারণ সম্পাদক।
সূত্রের খবর, মঙ্গলবার কলকাতার নেতাজী ভবনে মেঘালয়ের বিরোধী দলনেতা তথা কংগ্রেস বিধায়ক মুকুল সাঙ্গমার সঙ্গে বৈঠক করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেকের সঙ্গে মুকুলের বৈঠকের পরেই তাঁর দলবলদের জল্পনা তীব্র হয়েছে। বৈঠকের পরেই তুরায় ফিয়ে গিয়েছেন কংগ্রেস বিধায়ক।
বেশ কয়েকদিন ধরেই মেঘালয় কংগ্রেসের একাধিক পরিষদীয় বৈঠকে অনুপস্থিত থাকতে দেখা গিয়েছিল মুকুল সাঙ্গমাকে। তখন থেকেই তাঁর দলবদল নিয়ে তীব্র জল্পনা শুরু হয়। অভিষেকের সঙ্গে বৈঠকের পর সেই জল্পনা আরও একধাপ এগিয়েছে। যদিও এবিষয়ে তৃণমূলের তরফে কোনও বার্তা মেলেনি। তবে এর আগে মেঘালয় রাজ্যের কংগ্রেসের বেশ কয়েকজন বিধায়কের সঙ্গে তৃণমূল নেতৃত্ব কথা বলেছেন বলে জানা গিয়েছে।
দলের সেকেন্ড-ইন-কম্যান্ডের দায়িত্ব নেওয়ার পর থেকেই সর্বভারতীয় স্তরে বিশেষ গুরুত্ব দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। দায়িত্ব নেওয়ার পরেই তিনি হুঙ্কার দিয়েছিলেন নির্বাচনে অংশগ্রহণের জন্য নয়, জয়ের জন্য লড়াইয়ে নামবে তৃণমূল।
২১ এর বিধানসভা নির্বাচনের পর ত্রিপুরা, অসম এমনকি গোয়ার দিকে নজর গিয়েছে ঘাসফুল শিবিরের। এর মধ্যে ত্রিপুরা এবং গোয়ার বিধানসভা নির্বাচনে প্রার্থী দিতে চলেছে তৃণমূল। আর সেকাজ ইতিমধ্যেই শুরু হয়েছে। এবার পুর্ব-ভারতে আরও একটি রাজ্যে প্রভাব বিস্তার ঘটাতে চলেছে তাঁরা।
কারণ, ২৪ এর লোকসভা নির্বাচনের দিকে মোদি বিরোধী জোটে অন্যতম মুখ হিসাবে মমতাকেই তুলে ধরার ক্ষেত্রে আরও একধাপ এগিয়ে রইল তৃণমূল। মমতার এই বিস্তারে আবার জোটের সমীকরণ বদলে যাবে না তো?