তিন দিনের মার্কিন সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বাগত জানালেন ভারতীয়রা

দ্য কোয়ারি ওয়েবডেস্ক: করোনা আবহে প্রথমবার মার্কিন সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ভারতীয় সময় অনুযায়ী বৃহস্পতিবার ভোরেই ওয়াশিংটন ডিসির জয়েন্ট বেসে উপস্থিত হন তিনি।

সেখানেই তাঁকে স্বাগত জানান ভারতীয় বংশোদ্ভূত আমেরিকানরা। ভারী বৃষ্টি স্বত্ত্বেও এদিন উপচে পড়া মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো।

এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন বাইডেন সরকারের ডেপুটি সেক্রেটারি টি এইচ ব্রায়ান ম্যাকেয়োন। এছাড়াও উপস্থিত ছিলেন ভারতীয় রাষ্ট্রদূত তরনজিৎ সিং সাধু।

তিন দিনের ঠাসা কর্মসূচি রয়েছে প্রধানমন্ত্রীর। এরই মধ্যে রাষ্ট্রপতি জো বাইডেনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকের কথা রয়েছে তাঁর। এছাড়াও উপরাষ্ট্রপতি কমলা হ্যারিসের সঙ্গে দেখা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

পাশাপাশি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন আমন্ত্রিত কোয়াড বৈঠকে উপস্থিত থাকবেন তিনি। বক্তব্য রাখবেন রাষ্ট্রপুঞ্জের বৈঠকেও। একইসঙ্গে কোয়ালকোম, অ্যাডোব, ব্ল্যাকস্টোন কোম্পানিগুলোর সিইওদের সঙ্গে কথা বলবেন তিনি।

এই নিয়ে সপ্তমবার মার্কিন সফরে উপস্থিত হয়েছেন তিনি। ভারত ছাড়ার আগে কোয়াড নিয়ে এবং উপমহাদেশে অস্ট্রেলিয়া এবং জাপানের সঙ্গে সম্পর্ক আরও মজবুত করার কথা বলেন তিনি।

সূত্রের খবর, শুক্রবার প্রেসিডেন্ট বাইডেনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে আফগানিস্তান, চিন সহ আন্তর্জাতিক স্তরে জঙ্গি দমন নিয়ে কথা বলবেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর সঙ্গে মার্কিন সফরে উপস্থিত হয়েছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল এবং বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর।

২০১৯ সালে শেষবার হাউসস্টনে প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমন্ত্রণে উপস্থিত হয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কয়েক লক্ষ মানুষের উপস্থিতিতে সারা বিশ্বের নজর গিয়েছিল ‘হাউডি মোদি’ অনুষ্ঠানে। তারপর সরকার বদল হয়েছে।

নয়া প্রেসিডেন্ট পদে এসেছেন জো বাইডেন। বাইডেনের সঙ্গে ফোনে অথবা ভার্চুয়াল বৈঠকে উপস্থিত থাকলেও এই প্রথমবার মুখোমুখি হবেন নরেন্দ্র মোদি। দুই শক্তিশালী দেশের বৈঠকে কি কি বিষয় নিয়ে আলোচনা হতে পারে? তাকিয়ে গোটা বিশ্ব।

সম্পর্কিত পোস্ট