জোড়া ঘূর্ণাবর্তের জের, শুক্রবার থেকে আবহাওয়ার পরিবর্তন, ভারী বৃষ্টিপাতের সতর্কতা দক্ষিণবঙ্গে

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ জোড়া ঘূর্ণাবর্তের জেরে বৃষ্টির পূর্বাভাস গোটা রাজ্যে। দক্ষিণবঙ্গের একাধিক উপকূলবর্তী জেলায় সর্তকতা জারি করা হয়েছে।  আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানানো হয়েছিল দুর্গাপুজোর আগে প্রবল বর্ষণ হতে পারে রাজ্যে।

বৃহস্পতিবার আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী উত্তরবঙ্গে আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। তবে কোথাও কোথাও কিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ কলকাতার আকাশ আংশিক মেঘলা থাকবে। বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

তবে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে বাড়তি সতর্কতা জারি করেছে হাওয়া অফিস।  উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে শুক্রবার থেকে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা। অন্যদিকে ভারী বৃষ্টি হতে পারে হাওড়া, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রামে।

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা গেছে, মায়ানমার উপকূলে একটি ঘূর্ণাবর্ত রয়েছে। উত্তর-পশ্চিম দিক হয়ে ২৪ তারিখ পূর্ব-মধ্য ও উত্তর-পূর্ব বঙ্গোপাসাগরে একটি নিম্নচাপ সৃষ্টি করতে পারে।

নিম্নচাপটি উত্তর-পশ্চিম দিকে এগিয়ে ওড়িশা উপকূলে পৌঁছনোর সম্ভাবনা রয়েছে। পশ্চিমবঙ্গের উপকূলবর্তী রাজ্য হওয়ায় ২৬ ও ২৭ সেপ্টেম্বর বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। ২৬ তারিখ পূর্ব মেদিনীপুরের দু-এক জায়গায় ভারী বর্ষণের সতর্কতা রয়েছে বলে জানাচ্ছে হাওয়া অফিস।

মৃত BJP প্রার্থী মানস সাহার দেহ নিয়ে সুকান্ত মজুমদারের নেতৃত্বে বিক্ষোভ, রণক্ষেত্র কালীঘাট

নিম্নচাপের কারণে সমস্ত মৎস্যজীবীদের ২৫ তারিখ থেকে মাছ ধরতে যেতে নিষেধ করা হয়েছে।  আর যাঁরা ইতিমধ্যেই মাছ ধরতে গিয়েছেন ২৪ তারিখ সন্ধ্যের মধ্যে ফিরে আসার পরামর্শ দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

উল্লেখ্য, গত সপ্তাহের প্রবল বৃষ্টিপাতের রেশ কাটতে না কাটতেই আবহাওয় দপ্তরের নয়া পূর্বাভাসে প্রমাদ গুনছেন উপকূলবর্তী এলাকার মানুষজন। প্রবল বৃষ্টিতে বিঘার পর বিঘা চাষের জমি জলের তলায়। মাথায় হাত চাষীদের।

শহর ও শহরতলীতে জমা জলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে অনেকের। সবমিলিয়ে আশঙ্কায় দিন কাটাচ্ছেন রাজ্যবাসী।

সম্পর্কিত পোস্ট