দিল্লির রোহিণীতে আদালতে গুলির লড়াই, নিহত কুখ্যাত গ্যাংস্টার জিতেন্দ্র গোগী

দ্য কোয়ারি ওয়েবডেস্ক: হঠাৎই আদালতের মধ্যে চলল গুলি শুক্রবার দুপুরে গুলিতে অন্তত তিন জনের মৃত্যু হয়েছে এমনটাই জানা গিয়েছে সংবাদ সংস্থা এএনআই সূত্রে।

আহত হয়েছেন বেশ কয়েকজন। দিল্লি পুলিশ সূত্রে জানা গিয়েছে, কুখ্যাত দুষ্কৃতী জিতেন্দ্র গোগীর মৃত্যু হয়েছে এই গুলির লড়াইতে।

উত্তর দিল্লির রোহিনীতে আদালতকক্ষের মধ্যেই গুলি চালায় দুই দলের দুষ্কৃতীরা। জানা গিয়েছে আইনজীবিদের পোশাক পড়ে আদালত কক্ষে প্রবেশ করেছিল দুষ্কৃতীরা।

গোগীরর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে দিল্লি পুলিশ। চলতি বছরের এপ্রিল মাসে তাকে গ্রেফতার করে দিল্লি পুলিশের বিশেষ বিভাগ। তারই এক মামলায় আদালতে আনা হয়েছিল গোগীকে।

আদালতে বিরোধী গোষ্ঠীর দুষ্কৃতীরা হঠাৎই গোগীর ওপর গুলি চালায় বলে প্রাথমিকভাবে জানতে পেরেছে পুলিশ। গোগীর উপর হামলার ঘটনায় ৩ জনের দুষ্কৃতীরা জড়িত বলে প্রাথমিক সন্দেহে পুলিশ জানতে পেরেছে। দুষ্কৃতীদের গুলি চালানোর পরই পাল্টা গুলি চালিয়েছে পুলিশ।

সংবাদ সংস্থা এএনআই সূত্রে জানা গিয়েছে শুক্রবার এই ঘটনায় আদালত চত্বরে ৪০ রাউন্ড গুলি চলেছে।

গোটা ঘটনায় দিল্লি পুলিশ কমিশনার রাকেশ অস্থানা জানিয়েছেন রোহিনী আদালতে গ্যাংস্টার জিতেন্দ্র গোগীর ওপর গুলি চালায় দুই দুষ্কৃতী। পাল্টা পুলিশের গুলিতে মৃত্যু হয়েছে তাদের।

দিল্লিতে এই দুইজনের মধ্যে বিবাদ দীর্ঘদিনের। বিগত কয়েক বছর ধরে তাদের মধ্যে লড়াইয়ের জেরে প্রায় ২৫ জনকে প্রাণ হারাতে হয়েছে। ২০১০ সালে বাবার মৃত্যুর পরই জিতেন্দ্র গোগীর অপরাধ জগতে প্রবেশ।

সম্পর্কিত পোস্ট