বনধ না পালন করলেও, কৃষকদের ইস্যুকে সমর্থন মমতার
দ্য কোয়ারি ওয়েবডেস্ক: রবিবার বিকেলে ভবানীপুরের প্রচার সারছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানেই কৃষকদের প্রসঙ্গ তুলে কেন্দ্র সরকারের কড়া বিরোধিতা করেন তিনি। ২৭ সেপ্টেম্বর সারা ভারত জুড়ে সংযুক্ত কিষাণ মোর্চার ডাকা বনধের ইস্যুকে সমর্থন জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তবে সোমবার রাজ্যে বনধ পালিত হবে না বলে জানিয়েছেন তিনি।
তিনি আরও বলেন, কৃষকদের বিরুদ্ধে তিনটি বিল প্রত্যাহার করে কৃষকদের সম্মান দেওয়া হোক। এরপর যদি পাঞ্জাব, হরিয়ানা, উত্তপ্রদেশ যাওয়ার প্রয়োজন পড়ে আমি যাওয়ার জন্য প্রস্তুত৷
পিকে যেন ঝুলনের দাদু,দিদিকে যেমন নাড়ান, দিদি তেমন নড়েনঃ অধীর চৌধুরী
প্রসঙ্গত, গত বছরের সেপ্টেম্বর মাসে সংসদে পাশ হয় তিন কৃষি আইন। সেই আইনের বিরুদ্ধে নভেম্বর মাস থেকে একটানা দিল্লি উপকন্ঠে আন্দোলন জারি রেখেছেন কৃষকরা৷
কৃষকদের সেই আন্দোলনকে সমর্থন জানিয়ে কলকাতাতেও কেন্দ্রের কৃষি আইনের বিরুদ্ধে সভা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। এমনকি কৃষক নেতাদের সঙ্গে ফোনে কথা বলেন তিনি। দিল্লি উপকন্ঠে আন্দোলনস্থলে একাধিকবার কৃষকদের সঙ্গে দেখা করতে গেছেন তৃণমূলের প্রতিনিধি দল৷
এরপর সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনে বিজেপির বিরুদ্ধে একাধিক বিধানসভা কেন্দ্রে প্রচার করেন কৃষকরা। রাজনৈতিক মহলের মতে, কৃষকদের বিজেপি বিরোধী প্রচার তৃণমূলকে অনেকটা মাইলেজ দিয়েছিল৷ মমতা বন্দ্যোপাধ্যায়ের জয়ের পর কৃষক নেতাদের সঙ্গে কথা নবান্নে দেখা করেন মমতা বন্দ্যোপাধ্যায়।
দীর্ঘ কৃষক আন্দোলনের পরবর্তী ধাপ হিসাবে সোমবার সারা ভারত জুড়ে বনধের ডাক দেয় সংযুক্ত কিষাণ মোর্চা। সংযুক্ত কিষাণ মোর্চার ডাকা বনধকে সমর্থন জানিয়েছেন কংগ্রেস, সিপিআই, সিপি(আই)এম সহ একাধিক নেতৃত্ব।
এছাড়াও কৃষকদের বনধকে সমর্থন জানিয়েছে শ্রমিক সংগঠন, ছাত্র সংগঠন এবং মহিলা সংগঠনগুলিও। এবার বাংলা থেকে এসকেএমের ডাকা বনধকে সমর্থন জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়।