নতুন পরিচালকদের কি পরামর্শ দিলেন ঋষি কাপুর?
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ এর আগেও বহুবার সোশ্যাল তাঁর পোস্ট নজর কেড়েছে নেটিজেনদের।
বর্ষীয়ান অভিনেতা ঋষি কাপুরের পোস্ট নিয়েও সমালোচনা হয়েছে একাধিকবার। এবার নতুন পরিচালকদের উদ্দেশ্যে শাম্মী কাপুরের একটি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছবি নিজের টুইটারে পোস্ট করলেন।
আরও পড়ুনঃ গুলদস্তার পর শ্রীমতী, টলিউডের নতুন জুটি সোহম-স্বস্তিকা
১৯৯৬ সালের “তিসরি মাঞ্জিল” ছবি নিজের টুইটারে পোস্ট করেন বর্ষীয়ান অভিনেতা।
ছবিতে রয়েছেন জনপ্রিয় অভিনেতা শাম্মী কাপুর এবং ছবির পরিচালক এবং বিজয় আনন্দ।
ক্যামেরার খুব কাছ থেকে অভিনেতা শম্মী কাপুরের অভিনয় নজরে রেখেছেন পরিচালক বিজয় আনন্দ।
নতুন পরিচালকদের উদ্দেশ্যে ঋষি কাপুর লেখেন, শুধুমাত্র মনিটর নয়, মনিটর ছাড়াও খুব কাছ থেকে অভিনেতাদের অভিনয় দেখা জরুরী। মনিটর নামক বিষয়টি ডিওপির জন্য।
Well said, @chintskap ! I hate the video monitor and keep it as far away from the action as possible. Never look through it, nor allow my actors to do so. It’s a lazy way to make a movie. Unless you are doing complex VFX shots.. https://t.co/JsW3Drq0IJ
— Shekhar Kapur (@shekharkapur) February 22, 2020
পাল্টা সোশ্যাল মাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া পেয়েছেন তিনি। ‘মিস্টার ইন্ডিয়া’র পরিচালক শেখর কাপুর লেখেন, “ওয়েল সেড।
আমি নিজেও মনিটর জিনিসটা পছন্দ করি না। আমি আমার অভিনেতাদেরও মনিটর দেখতে বারণ করি। তবে সেটা নতুন ভিএফএক্স হলে আলাদা ব্যাপার।
আরও পড়ুনঃ পরমব্রতের তৃতীয় হিন্দি ছবি! নাম কি?
পরিচালক কুণাল কোহলি লেখেন, আমি অভিনেতাদের যতটা সম্ভব কাছ থেকে দেখার চেষ্টা করি।
আমার মনে হয় যারা মনিটর দেখেন তাঁরা দেখেন তাঁদের কি দেখানো হচ্ছে। সেখানে অভিনয় বাদ পড়ে যায়।