গোয়ার রাজনীতিতে ঘাসফুলের বিচরণ, চলতি সপ্তাহেই বিরাট পরিবর্তন
দ্য কোয়ারি ওয়েবডেস্ক: পশ্চিমবঙ্গের পর ভিন রাজ্যের দিকে পা বাড়িয়েছে তৃণমূল। ত্রিপুরার পর এবার আরব সাগর পাড়েও বাড়ছে ঘাসফুলের চাষ৷
শোনা যাচ্ছে, সোমবারেই কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগদান করতে চলেছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী লুজিনহো ফেলেরিও৷ সেইসঙ্গে আরও কয়েক বিধায়ক শিবির বদল করতে পারেন বলে জানা যাচ্ছে।
উল্লেখ্য, বাংলার পর বিজেপি শাসিত একাধিক রাজ্যে তৃণমূল পা বাড়াবে এমনটা বারবার নির্বাচনী প্রচারমঞ্চ থেকে হুংকার দিচ্ছেন তৃণমূল সাধারণ সম্পাদক অভিষেল বন্দ্যোপাধ্যায়। বলার আগে কাজ শুরু।
কয়েকমাস আগে থেকেই গোয়ায় কাজ শুরু করেছিল আইপ্যাকের টিম৷ গত সপ্তাহেই গোয়ায় উপস্থিত হয়েছেন তৃণমূলের দুই সাংসদ ডেরেক ও’ব্রায়েন এবং প্রসূণ বন্দ্যোপাধ্যায়। এরপরেই প্রাক্তন মুখ্যমন্ত্রীর দলবদল ঘিরে জল্পনা বেড়েছে।
সূত্রের খবর, আগামীকালই কংগ্রেসের দলীয় পদ থেকে ইস্তফা দিতে চলেছেন তিনি। এরপর চলতি সপ্তাহেই তৃণমূলে যোগদান করতে চলেছেন লুজিনহো ফেলেরিও। লুজিনহো ঘনিষ্ঠ দুই নেতার দলবদল ঘিরেও জল্পনা বেড়েছে।
এর আগে ২০১২ সালে প্রথমবার গোয়া বিধানসভা নির্বাচনে জোর দিয়েছিল তৃণমূল। সেবার ওয়েলফ্রেড ডি সুজার নেতৃত্বে নির্বাচন লড়েছিল ঘাসফুল শিবির।
এরপর ২০১৪ সালে চার্চিল আলমাওকে একটি লোকসভা আসনে প্রার্থী করেছিল তৃণমূল। এখন এনসিপি শিবিরে শামিল হয়েছেন আলমাও।
২০২৪ এর লক্ষ্যমাত্রা নিয়ে যাত্রা শুরু করেছে তৃণমূল। বাংলার পর ত্রিপুরা, অসম, মেঘালয়ের পর গোয়াতেও বাড়ছে ঘাসফুলের চাষ।
কিন্তু একাধিক কংগ্রেস নেতাদের দল ভাঙানোর পর তৃণমূলের জন্য বিজেপি বিরোধী জোটের অঙ্ক আরও জটিল হবে বলে মনে করছে রাজনৈতিক মহল।