প্রাকৃতিক দুর্যোগের আবহে নির্বাচন, প্রস্তুত ৬ টি অতিরিক্ত কেন্দ্রীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ দুর্যোগ পরিস্থিতিতে কিভাবে ভোট? বেলা বারোটা থেকেই জরুরি বৈঠকে বসছিলেন রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিক। ২৯ তারিখ পর্যন্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সেক্ষেত্রে বুথ পর্যন্ত যাতে ভোটাররা পৌঁছাতে পারেন তার জন্য মুখ্য নির্বাচন আধিকারিক এর দপ্তর থেকে বেশ কিছু পরামর্শ দেওয়া হয়।

কলকাতা দক্ষিণের ডিসট্রিক্ট ইলেকশন অফিসার, মুর্শিদাবাদের ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসারসহ প্রশাসনের শীর্ষ আধিকারিকদের নিয়ে বৈঠক করবেন সিইও আরিজ আফতাব। দুর্যোগ পরিস্থিতিকে মাথায় রেখেও বেশ কিছু নির্দেশ দিতে পারেন সিইও। আজ সন্ধ্যা বেলায় শেষ হচ্ছে প্রচার। সেক্ষেত্রে আইন-শৃঙ্খলা সংক্রান্ত আরও বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা এই বৈঠকে।

২৮ ও ২৯ তারিখ অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি রাজ্যে

নিম্নচাপের জেরে কলকাতা শহর দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী দুদিন প্রবল বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।এই দুর্যোগ সামলাতে সোমবার নবান্নে জরুরি বৈঠক করেন মুখ্য সচিব এইচ কে দিবেদী। এই বৈঠকের সেচ দপ্তর কলকাতা পুরসভা পূর্ত দপ্তর বিপর্যয় মোকাবিলা দপ্তর বিদ্যুৎ দপ্তর স্বাস্থ্য দপ্তর এবং দক্ষিণ বঙ্গের জেলা শাসকরা ভার্চুয়ালি উপস্থিত ছিলেন।

সূত্রের খবর ছটি অতিরিক্ত কেন্দ্রীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর ডাকা হয়েছে। তারমধ্যে তিনটি বাহিনীকে কলকাতা পুরসভার জন্য রাখা হয়েছে। দক্ষিণবঙ্গের পূর্ব ও পশ্চিম দুই মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা ,হাওড়া ,হুগলি এবং কলকাতায় জন্য পর্যাপ্ত পরিমাণে রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনীর প্রস্তুত রাখা হয়েছে ।

প্রয়োজনে সঙ্গে সঙ্গে যাতে বাহিনী গুলিকে ব্যবহার করা যায়। নবান্নে ২৪ ঘণ্টার কন্ট্রোল রুম খোলা থাকছে। পাশাপাশি জেলা গুলি তে ও কন্ট্রোল রুম খোলা হয়েছে।

সম্পর্কিত পোস্ট