মঙ্গলেই কলকাতার উদ্দেশ্যে রওনা দিচ্ছে গোয়ার ১৫ জনের টিম
দ্য কোয়ারি ওয়েবডেস্ক: সোমবারই কংগ্রেস ছেড়েছেন গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী লুজিনহো ফেলেরিও। মঙ্গলবার কলকাতার উদ্দেশ্যে রওনা দিচ্ছেন ১৫ জন গোয়ার রাজনৈতিক ব্যক্তিত্ব সহ সমাজকর্মীরা।
বুধবার তৃণমূলের উচ্চপর্যায়ের নেতৃত্বের সঙ্গে প্রাথমিক পর্বের বৈঠক সারবেন তাঁরা। চলতি সপ্তাহেই তৃণমূলে যোগদান পর্ব সারবেন সকলেই।
ফেলেরিও ছাড়াও এই তালিকায় রয়েছেন এমজিপির বিধায়ক লাভু মামলেদার, কংগ্রেসের প্রাক্তন সাধারণ সম্পাদক এন শিবদাস, কংগ্রেসের সাধারণ সম্পাদক ইয়াতিশ নায়েক, মারিও পিন্টো, বিজয় পাই সহ একাধিক ব্যক্তিত্ব। প্রত্যেকেই প্রাক্তন মুখ্যমন্ত্রী ফেলেরিও ঘনিষ্ঠ বলে পরিচিত।
এদিন ফেলেরিওর গলায় শোনা গেল মমতা বন্দ্যোপাধ্যায়ের সুনাম। তিনি বলেন, বাংলার নির্বাচনে নরেন্দ্র মোদিকে কড়া টক্কর দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মমতার ফর্মুলাতেই বাংলায় হার হয়েছে বিজেপির।
সোমবার কংগ্রেস ছাড়ার আগে এমনটাই জানালেন প্রাক্তন মুখ্যমন্ত্রী লুজিনহো ফেলেরিও। এমনকি মমতা একজন “স্ট্রিট ফাইটার” বলেও জনান তিনি।
বাংলার নির্বাচনের পরেই জাতীয় নির্বাচনের দিকে পা বাড়িয়েছে তৃণমূল কংগ্রেস। সেই মতো গোয়াতে প্রায় দু’মাস আগে থেকেই কাজ শুরু করেছে আইপ্যাকের টিম। রাজনৈতিক ব্যাক্তিত্ব সহ একাধিক সমাজকর্মীদের সঙ্গে বৈঠক সারছেন তাঁরা। সেই পর্ব শেষ হতেই গোয়ায় উপস্থিত হয় তৃণমূলের প্রতিনিধি দল।
এই মুহুর্তে গোয়ায় প্রাথমিক পর্বের কাজ শেষ করেছেন ডেরেক ও’ব্রায়েন এবং প্রসূণ বন্দ্যোপাধ্যায়। চলতি সপ্তাহেই পশ্চিম ভারতের একটি রাজ্যে বইতে পারে ঘাসফুলের হাওয়া। ২০২২ থেকেই গোয়ায় লিটমাস টেস্টের প্রক্রিয়া শুরু করতে চায় তৃণমূল৷
যদিও এটা নতুন কিছু নয়। ২০১৪ সালে প্রথমবার প্রার্থী দিয়েছিল তৃণমূল। কিন্তু একটিও আসন পায়নি তাঁরা। এবার তাই আগে থেকে ঘুটি সাজাতে চাইছে তাঁরা।