পাঞ্জাব কংগ্রেসের দায়িত্ব থেকে ইস্তফা দিলেন নভজ্যোৎ সিং সিধু
দ্য কোয়ারি ওয়েবডেস্ক: পাঞ্জাবের প্রদেশ কংগ্রেসের সভাপতি পদ থেকে ইস্তফা দিলেন নভজ্যোৎ সিং সিধু।
বিগত কয়েক মাস ধরেই পাঞ্জাব কংগ্রেসে একের পর এক নাটকীয় পর্ব জারি ছিল৷ সিধু বনাম ক্যাপ্টেন সিংয়ের দ্বন্দ্ব চরমে পৌঁছেছিল। মুখ্যমন্ত্রী পদ থেকে অব্যহতি দিয়েছিলেন ক্যাপ্টেন অমরিন্দর সিং৷ নতুন মুখ্যমন্ত্রী পদে বসেন চরণজিৎ সিং চান্নি৷ এরপরেই পাঞ্জাব কংগ্রেসের প্রদেশ কংগ্রেসের সভাপতি পদ থেকে ইস্তফা দিয়ে বসলেন নভজ্যোৎ সিং সিধু। মঙ্গলবার সেই ইস্তফা পত্র কার্যকরী সভাপতি সোনিয়া গান্ধীকে পাঠিয়েছেন তিনি।
— Navjot Singh Sidhu (@sherryontopp) September 28, 2021
তিনি বলেন, আমার লক্ষ্য পাঞ্জাবের উন্নয়ন। পাঞ্জাবের ভবিষ্যতের কথা ভেবেই এই সিদ্ধান্ত নিয়েছেন। আগামী দিনে প্রদেশ কংগ্রেসের দায়িত্ব থেকে সরে দাঁড়ালেও একজন কংগ্রেস কার্যকতা হিসাবে তাঁর কাজ চালিয়ে যাবেন।
আগামী বছরেই পাঞ্জাবের নির্বাচন৷ তার আগে ঘরোয়া দ্বন্দ্ব ঘিরে বেজায় অস্বস্তিতে ২৪ নম্বর আকবর রোডের নেতারা৷ আগামী দিনে পাঞ্জাব কংগ্রেসের মুখ কে হবেন? তা নিয়ে ফের চিন্তায় রাহুল গান্ধী এবং প্রিয়াঙ্কা গান্ধী বঢরা৷
I told you so…he is not a stable man and not fit for the border state of punjab.
— Capt.Amarinder Singh (@capt_amarinder) September 28, 2021
পাল্টা প্রাক্তন মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর জানিয়েছেন, আগেই বলেছিলাম উনি স্থিতিশীল নন।