অল সেট, আগামীকাল বিকেলেই তৃণমূলে যোগদান করছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী
দ্য কোয়ারি ওয়েবডেস্ক: সোমবারই বিধায়ক পদ এবং কংগ্রেসের সদস্য পদ থেকে ইস্তফা দিয়েছেন গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী লুজিনহো ফেলেরিও (Luizinho Faleiro)। কংগ্রেস ছাড়ার পরেই ফেলেরিওর (Luizinho Faleiro) মুখে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সুনাম শোনা যায়। তখন থেকেই জল্পনা ছিল তৃণমূলে যোগদান শুধুমাত্র সময়ের অপেক্ষা।
সবকিছু ঠিকঠাক থাকলে বুধবারই তৃণমূলে যোগদান করতে চলেছেন তিনি। বিকেল ৪ টে নাগাদ হহে যোগদান পর্ব৷ শুধুমাত্র ফেলেরিও নয়, আরও ১৫ জন তৃণমূলে যোগদান করতে চলেছেন বলে জানা গিয়েছে।
সেই তালিকায় রয়েছেন এমজিপির বিধায়ক লাভু মামলেদার, কংগ্রেসের প্রাক্তন সাধারণ সম্পাদক এন শিবদাস, কংগ্রেসের সাধারণ সম্পাদক ইয়াতিশ নায়েক, মারিও পিন্টো, বিজয় পাই সহ একাধিক ব্যক্তিত্ব। প্রত্যেকেই প্রাক্তন মুখ্যমন্ত্রী ফেলেরিওর ঘনিষ্ঠ বলে পরিচিত।
কয়লা পাচারকাণ্ডে অভিযুক্ত চার জনের সিবিআই হেফাজত
বাংলার নির্বাচনের পরেই জাতীয় নির্বাচনের দিকে পা বাড়িয়েছে তৃণমূল কংগ্রেস। সেইমতো আরব সাগরের পাড়ে প্রায় দু’মাস আগে থেকেই কাজ শুরু করেছে আইপ্যাকের টিম।
রাজনৈতিক ব্যাক্তিত্ব সহ একাধিক সমাজকর্মীদের সঙ্গে বৈঠক সারছেন তাঁরা। সেই পর্ব শেষ হতেই গোয়ায় উপস্থিত হয় তৃণমূলের প্রতিনিধি দল। তারই ফলশ্রুতি হিসাবে বুধবার আরব সাগরের পাড়ে ফুটতে চলেছে ঘাসফুল৷