কার হাতে ভবানীপুরের ভাগ্য ? শুরু গণনা

দ্য কোয়ারি ডেস্ক: রাজ্যের তিন কেন্দ্রে নির্ধারিত সময়ে ভোট গণনা শুরু। নির্ধারিত সময়েই রবিবার সকালে রাজ্যের তিন বিধানসভা কেন্দ্রের ভোট গণনা শুরু হয়েছে।

মুর্শিদাবাদ (Murshidabad) জেলার জঙ্গিপুর (Jangipur) ও সামশেরগঞ্জের (Samshergunj) মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছেন বিধায়ক পাওয়ার জন্য। অপরদিকে ভবানীপুরে (Bhawanipur) মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) জয়ী হন কিনা সেই দিকে তাকিয়ে আছে রাজ্যবাসী।

জঙ্গিপুর ও সামশেরগঞ্জ কেন্দ্রের ভোট গণনা হচ্ছে জঙ্গিপুর পলিটেকনিক কলেজে। সামশেরগঞ্জের জন্য ২৪ রাউন্ড ভোট গণনা হবে। অপরদিকে জঙ্গিপুরে ২৬ রাউন্ড ভোট গণনা হবে বলে নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে।

এদিকে কলকাতার ভবানীপুরে ২১ রাউন্ড গণনা হওয়ার কথা। এই কেন্দ্রের ভোট গণনা হচ্ছে এলগিন রোডের শাখাওয়াত মেমোরিয়াল গার্লস হাই স্কুলে (Sakhawat Memorial Girls High school)।

যাতে ভোট গণনা নিয়ে কোনরকম অশান্তি না হয় সেই কারণে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে গণনা কেন্দ্র। প্রাথমিকভাবে পোস্টাল ব্যালটের গণনা চলছে। অন্ততপক্ষে ৭-৮ রাউন্ড গণনা হওয়ার পর ভোটের ফল কি হতে পারে সেই বিষয়ে আভাস পাওয়া যাবে।

যে তিনটি কেন্দ্রে ভোট হয়েছে তার মধ্যে সামশেরগঞ্জে প্রার্থী দিয়েছিল কংগ্রেস। আর সেখানে জেতার লড়াই লড়ছে তারা। শেষ পর্যন্ত এই কেন্দ্রের ফল কি হবে তা গণনা শেষের পর‌ই বোঝা যাবে।

সম্পর্কিত পোস্ট