নতুন করে খোলার আগে স্কুল সারাতে বিপুল বরাদ্দ রাজ্যের
দ্য কোয়ারি ডেস্ক: পুজোর ছুটির পর স্কুল কলেজ খোলার কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।সেই মত প্রস্তুতি শুরু করেছে রাজ্য সরকার। সেই প্রস্তুতি আরও এক ধাপ এগোল।
স্কুল গুলিকে পরিকাঠামো উন্নয়ন এবং মেরামতির খাতে ১০৯ কোটি টাকারও বেশি আর্থিক মঞ্জুরি দিয়েছে রাজ্য শিক্ষা দপ্তর। করোনার জেরে বন্ধ থাকা স্কুলগুলি আম্ফান,ইয়াসের ঝড়ের মতো প্রাকৃতিক বিপর্যয়েও ক্ষয় ক্ষতির মুখে পড়েছে।
কোথাও ভেঙেছে স্কুলের দেওয়াল পাঁচিল, জমেছে আগাছা আবর্জনাও। তাই সেগুলিকে ফের আগের অবস্থায় ফেরানোর জন্য ব্যয় বরাদ্দ করা হয়েছে বলে জানা গেছে। সাড়ে ৬ হাজার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্কুলের জন্য সরকার এই মঞ্জুরি দিয়েছে।
শিক্ষা দফতর সুত্রে খবর রাজ্যের ২৫টি জেলায় ৪৯ হাজার ৩৩৬টি প্রাথমিক, ১৪ হাজার ১৯৯টি মাধ্যমিক স্কুল রয়েছে।স্কুল খোলার আগে স্কুল চত্বর পরিষ্কার ও স্যানিটাইজেশনের জন্য প্রাথমিক স্কুলে ৫ হাজার এবং উচ্চ প্রাথমিক, মাধ্যমিক স্তরে ১০ হাজার টাকা করে বরাদ্দ করা হয়েছে।
স্কুলের নানা ক্ষেত্রে ক্ষয়ক্ষতি মেরামতির জন্যও আলাদা করে বরাদ্দ করেছে শিক্ষা দফতর। বাংলার শিক্ষা পোর্টালের মাধ্যমে স্কুল সংক্রান্ত খুঁটিনাটি বিষয় যেমন ক্লাসরুম, পানীয় জলের উৎস, শৌচাগার, মিড ডে মিলের রান্নাঘর, বৈদ্যুতিন সরঞ্জাম, চেয়ার, টেবিল এবং বেঞ্চের অবস্থার ছবি চেয়ে পাঠানো হয় স্কুলের পরিচালনসমিতির কাছে।
সেগুলো সারানোর প্রয়োজন আছে কি না, থাকলে আনুমানিক খরচ কত তারও সম্ভাব্য হিসাব চাওয়া হয়। তার ভিত্তিতেই এই অর্থ বরাদ্দ করা হয়েছে।