শাজাহানপুরে পুলিশের ব্যারিকেড ভেঙে লাখিমপুরের উদ্দেশ্যে রওনা দিল পাঞ্জাব কংগ্রেস

দ্য কোয়ারি ওয়েবডেস্ক: উত্তরপ্রদেশের লাখিমপুর খেরির ঘটনায় অন্যতম অভিযুক্ত অজয় মিশ্রের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া হলে পাঞ্জাব কংগ্রেস লাখিমপুরের উদ্দেশ্যে রওনা দেবে। আগেই ঘোষণা করেছিলেন পাঞ্জাব কংগ্রেসের প্রদেশ কংগ্রেস সভাপতি নভজ্যোৎ সিং সিধু। বৃহস্পতিবার সিধুর নেতৃত্বে রওনা দিল কংগ্রেস।

হাজারো ট্রাক্টর, গাড়িতে চড়ে মোহালি থেকে লাখিমপুরের উদ্দেশ্যে রওনা দিল কংগ্রেস৷ কিন্তু উত্তরপ্রদেশের বর্ডার শাজাহানপুরে তাঁদের আটকানোর চেষ্টা করে পুলিশ৷ হাজারো সংখ্যক কংগ্রেস নেতাদের আটকাতে ব্যর্থ হয়। পুলিশের ব্যারিকেড ভেঙে এগিয়ে যায় কংগ্রেসের র‍্যালি।

এদিন সিধুর সঙ্গে উপস্থিত ছিলেন পাঞ্জাব কেবিনেটের কয়েকজন মন্ত্রী, কয়েকজন বিধায়ক এবং কংগ্রেস কর্মীরা। এর মধ্যে বিজয় ইন্দর সিংলা, অমরিন্দর সিং রাজা এবং গুরকিরত সিং কোটলিকে আটক করেছে পুলিশ।

সম্পর্কিত পোস্ট