অরুণাচল প্রদেশে সম্মুখ সমরে ভারত-চিন
দ্য কোয়ারি ওয়েবডেস্ক: পূর্ব লাদাখের সমস্যা মেটাতে কয়েকদিন পরেই সেনা পর্যায়ের বৈঠকের কথা ছিল ভারত-চিনের। কিন্তু তার আগে পূর্ব ভারতে ভারত-চিন সমস্যা আরও বাড়তে শুরু করেছে। এমনকি দুই পক্ষের সেনার মধ্যে ধাক্কাধাক্কি হয় বলে জানা গিয়েছে।
শুক্রবার ঘটনাটি ঘটেছে অরুণাচল প্রদেশের তাওয়াং সেক্টরের ইয়াংতাসেতে। দুই পক্ষের পেট্রোলিংয়ের সময় মুখোমুখি হয়েছে বলে জানা গিয়েছে। সূত্রের খবর, পিপলস লিবারেশন আর্মি ভারতে প্রবেশের চেষ্টা করলে, ভারতীয় সেনারা তাঁদের সরিয়ে দেয়।
সূত্রের খবর, এদিন তুলনামূলক বেশী সংখ্যক সেনা নিয়ে হাজির হয়েছিল লাল ফৌজ। দুই দেশের সেনা একে অপরের মুখোমুখি হতেই ধাক্কাধাক্কি শুরু হয়। পরে দুই কম্যান্ডারের হস্তক্ষেপে নিয়ন্ত্রণে আসে। কোনওরকম ক্ষয়ক্ষতি হয়নি৷ বরং দুই পক্ষের সমস্ত নিয়মকানুন মেনে বিষয়টিকে আয়ত্তে আনা যায়।
সরকারি আধিকারিকদের তরফে বলা হয়েছে, ভারত এবং চিনের মধ্যে এখনও সীমান্ত নিয়ে সমস্যা মেটেনি। তাই সীমান্ত নিয়ে দুই দেশের দ্বন্দ্ব লেগেই রয়েছে৷
স্বাভাবিকভাবেই এই ত্রুটির কারণে একে অপরের এলাকায় প্রবেশ করে পেট্রোলিং করে৷ কিন্তু এদিন মুখোমুখি হতেই শুরু হয় বিপত্তি। ২০১৬ সালের পর থেকে তাওয়াং সেক্টরে এধরনের ঘটনা এই প্রথমবার ঘটল।
উল্লেখ্য, গত বছরের মে মাস থেকে পূর্ব লাদাখে যুযুধান ভারত-চিন। এর মধ্যে দুই দেশের মধ্যে ১৩ দফা সেনা পর্যায়ের বৈঠক হয়েছে। কিন্তু সমস্যার সমাধান হয়নি। বরং আরও সেনা এবং অস্ত্রের ভাণ্ডারের পরিমাণ বাড়িয়ে চলেছে চিন। গোগরা পোস্ট এরিয়া থেকে সেনা সরানোর জন্য গত জুলাই মাসে বৈঠক হয়৷ মুখে বললেও সেই কাজ বাস্তবে করতে চাইছে না চিন।
এখনও অবধি হট স্প্রিং এরিয়ার পিপি১৫ তে চিনা ফৌজ এসে বসে রয়েছে। যার ফলে পিপি ১০, পিপি১১, পিপি১১এ, পিপি১২, পিপি১৩ তে ভারতীয় সেনা পেট্রোলিং করতে পারছে না। দেমচকে চিন নাগরিকের সংখ্যা বাড়ছে বলে জানা গিয়েছে।