বিকেল ৫ টায় ত্রিপুরা তৃণমূলের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে অভিষেক

দ্য কোয়ারি ওয়েবডেস্ক: বাংলার পর তৃণমূলের প্রধান লক্ষ্য ত্রিপুরা৷ ২০২৩ এর নির্বাচনের কথা মাথায় রেখেই ইতিমধ্যেই নতুন করে ত্রিপুরা তৃণমূল কংগ্রেসের পরিচালন কমিটি গঠন করা হয়েছে৷ নবনির্মিত সেই কমিটির সঙ্গে শুক্রবার বিকেল ৫ টা নাগাদ বৈঠক সারবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

ত্রিপুরা তৃণমূলের নবনির্মিত কমিটির কনভেনর হিসাবে বেছে নেওয়া হয়েছে বর্ষীয়ান রাজনীতিবীদ সুবল ভৌমিককে। তার ওপরেই ভরসা করেই আগামী দিনে রণনীতি স্থির করবে তৃণমূল কংগ্রেস। কী হবে পরবর্তী স্ট্র‍্যাটেজি তা বাতলে দেবেন অভিষেক।

যদিও এর আগে নতুন তৃণমূল কর্মীদের নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভা করার কথা ছিল আগরতলায়৷ কিন্তু মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের সরকার ১৪৪ ধারা জারি করে তা করতে দেননি বলে অভিযোগ৷ ফলে ভার্চুয়াল মাধ্যমেই কর্মীদের মনোবল চাঙ্গা করতে চান তৃণমূলের সাধারণ সম্পাদক৷

ত্রিপুরার তৃণমূল কর্মীদের কথায়, যেভাবে বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপিকে প্রতিহত করেছেন তা সত্যিই কুর্নিশ জানানোর মতো। তাই আগামী ২৩ এর নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর ভরসা রাখতে চাইছেন তাঁরা। এমনকি ২৪ এর লোকসভা নির্বাচনেও মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে কেন্দ্রে সরকার গঠন হবে বলে মনে করছেন অনেকেই।

সম্পর্কিত পোস্ট