লাখিমপুর খেরির ঘটনার প্রতিবাদে বনধ ডাকল মহারাষ্ট্রের সরকার

দ্য কোয়ারি ওয়েবডেস্ক: উত্তরপ্রদেশের লাখিমপুর খেরির ঘটনার প্রতিবাদে সোমবার বনধের ডাক দিল ব্যবসায়িক সংগঠন৷ ব্যবসায়িক সংগঠনের ডাকা বনধকে সমর্থন করল মহারাষ্ট্রের বিকাশ আগাদি সরকার৷ যদিও শ্রমিক সংগঠনগুলির দাবী, করোনার কারণে ব্যাপক ক্ষতি হয়েছে তাই কাজে ফিরবেন তাঁরা।

এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যের মন্ত্রী নবাব মালিক বলেন, আমি রাজ্যের ১২ কোটি মানুষকে জানাচ্ছি বনধ সমর্থন করার জন্য। সমর্থন মানে একদিন কাজ বনধ রেখে সবাই অংশগ্রহণ করুন। জরুরী জিনিসপত্র ছাড়া সমস্ত দোকান বন্ধ রাখার নির্দেশ সরকারের।

গত রবিবার উত্তপ্রদেশের লাখিমপুর খেরিতে ৮ জনের মৃত্যু হয়৷ ঘটনায় ৪ কৃষককে গাড়িতে পিষে মারা হয় বলে অভিযোগ। মুল অভিযুক্তের তালিকায় রয়েছে কেন্দ্রীয় মন্ত্রী অজয় মিশ্রর ছেলে আশীষ মিশ্র৷ আশীষের বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ দায়ের করা হলেও গ্রেফতার করেনি পুলিশ।

বৃহস্পতিবার কেন্দ্রীয় মন্ত্রীর দরজার বাইরে সমন জারি করে উত্তরপ্রদেশ পুলিশ৷ শুক্রবার হাজিরা এড়িয়ে যায় আশীষ। এরপর শনিবার টানা ১১ ঘন্টা জিজ্ঞাসাবাদ করা হয় তাঁকে। কিন্তু আশীষের বক্তব্যে অসঙ্গতি থাকায় তাঁকে গ্রেফতার করে পুলিশ৷

ইতিমধ্যেই সারা দেশে ঘটনার ব্যাপক আলোড়ন ছড়িয়েছে। অবিলম্বে কেন্দ্রীয় মন্ত্রীসভা থেকে অজয় মিশ্রকে সরিয়ে দেওয়ার দাবী জানাচ্ছেন বিরোধিরা।

সম্পর্কিত পোস্ট