‘আজাদি কা অমৃত মহোৎসব’ দেশব্যাপী কার র্যালি-র আয়োজন এনএসজি-র
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ স্বাধীনতার ৭৫বছর পূর্তিতে আজাদি কা অমৃত মহোৎসবের অঙ্গ হিসেবে জাতীয় সুরক্ষা বাহিনী বা এনএসজি ‘সুদর্শন ভারত পরিক্রমা’ নামে দেশব্যাপী কার র্যালি-র আয়োজন করেছে। গত ২ অক্টোবর দিল্লির লালকেল্লা থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এই ব্ল্যাক ক্যাট কার র্যালির সূচনা করেন।
এনএসজির ১২জন আধিকারিক ও ৩৫জন কম্যান্ডো ১৫টি গাড়িতে দেশের ১২টি রাজ্যের ১৮টি শহর হয়ে প্রায় সাড়ে সাত হাজার কিলোমিটার পথ পরিক্রমা করবে। এই র্যালিতে এনএসজির কম্যান্ডোরা স্বাধীনতা সংগ্রামের সঙ্গে যুক্ত ঐতিহাসিক স্থানগুলি পরিক্রমা করবে। আগামী ৩১ অক্টোবর দিল্লির পুলিশ মেমোরিয়ালে ভারত পরিক্রমা শেষ হবে।
এই কার র্যালি শনিবার কলকাতায় এসে পৌঁছেছে। কলকাতায় নেতাজি ভবন এবং ব্যারাকপুর গান্ধী ঘাট হয়ে আজ ওড়িশার উদ্দেশ্যে রওনা হয়েছে। এই উপলক্ষে রবিবার কলকাতায় ভিক্টোরিয়া মেমোরিয়ালে জাতীয় সুরক্ষা বাহিনীর উদ্যোগে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে এনএসজির লেফটেন্যান্ট জেনারেল কে কে রেসওয়াল বলেন, এই ভারত পরিক্রমা দেশের মানুষের চেতনাকে জাগ্রত করার একটা প্রয়াস। দেশের অনামী স্বাধীনতা সংগ্রামীদের স্মৃতি এবং অবদান তুলে ধরতেই এই রেলির আয়োজন করা হয়েছে। তিনি জানান, অমৃত মহোৎসব পালন করার উদ্দেশ্য হল যুব সমাজের কাছে দেশের গৌরবের ইতিহাস তুলে ধরা।
শ্রী রেসওয়াল এই ভারত পরিক্রমার সাফল্য কামনা করেন। কার রেলির লিডার কর্নেল ও এস রাঠোর জানান, সুদর্শন ভারত পরিক্রমা চলাকালীন বিভিন্ন ঐতিহাসিক স্থানগুলি পরিক্রমার পাশাপাশি স্বাধীনতা সংগ্রামীদেরও সম্মান জানানো হবে। আজকের অনুষ্ঠানে স্বাধীনতা সংগ্রামী নেপাল রঞ্জন ঘোষ ও নৃপেন্দ্র চন্দ্র দত্তকে সম্মানিত করা হয়।