দিল্লির ১০ এলাকায় ১৪৪ ধারা, শান্তিরক্ষার আবেদন মুখ্যমন্ত্রী এবং উপমুখ্যমন্ত্রীর

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ ক্রমাগত হাতের বাইরে যেতে শুরু করেছে রাজধানী দিল্লির পরিস্থিতি। সিএএ সমর্থক এবং বিরোধীদের সংঘর্ষের মাঝে প্রাণ হারালেন গোকুল্পুরী থানার হেড কনস্টেবল। সূত্রের খবর, নিহত কনস্টেবলের নাম রতনলাল। ঘটনায় গুরুতর চোট পেয়েছেন দিল্লি পুলিশের ডিসিপি।

রবিবার থেকেই দিল্লির উত্তর-পুর্বে জাফরাবাদ এলাকায় নাগরিকত্ব সংশোধনী আইনকে কেন্দ্র করে সমর্থক এবং বিরোধীদের মধ্যে ইঁট বৃষ্টি শুরু হয়। তার ঠিক ২৪ ঘন্টা কাটতে না কাটতেই সোমবার ফের দু’পক্ষের মধ্যে শুরু হয় ইটবৃষ্টি। তার মাঝে পড়েই মাথায় চোট পান ওই কনস্টেবল। পরে হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। আহত ডিসিপি আপাতত হাসপাতালে চিকিৎসাধীন।

 

সোমবার দু’পক্কেহ্র মধ্যে সংঘর্ষের আকার আরও ভয়াবহ হয়ে ওঠে। বন্দুক উঁচিয়ে ঘুরতে দেখা যায় একজনকে। তাঁর পিছনেই মুখে কাপড় বেঁধে ইট ছুঁড়তে দেখা যায় কিছু যুবককে। যদিও তাঁরা কোন পক্ষের তা এখনও জানা যায়নি।

সোমবার সকাল থেকেই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যেতে শুরু করে। মৌজপুর মেট্রো স্টেশনের সামনে একাধিক গাড়ি ও মোটর সাইকেলে আগুন লাগিয়ে দেওয়া হয়। যারা আন্দোলন করছে তাঁরাই হিংসা ছড়াচ্ছে মত বিজেপির। পাল্টা আন্দোলনকারীদের তরফে জানানো হয়েছে, শান্তিপুর্ণ বিক্ষোভ তুলে দিতে অশান্তি ছড়াচ্ছে বিজেপি।

 

রবিবার বিজেপি নেতা কপিল মিশ্রকে বলেছিলেন, ট্রাম্প যতক্ষণ ভারতে থাকবেন, ততক্ষণ আমরা শান্তি বজায় রাখব। কিন্তু সোমবারেও সেই এক ছবি দেখা গেল। দিল্লির কবিরনগর এলাকার মৌজাপুর মেট্রো স্টেশনের কাছে শুরু হয় সংঘর্ষ।  পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে কাঁদানে গ্যাস ব্যবহার করে পুলিশ।

ঘটনার পর থেকেই বন্ধ রয়েছে মেট্রো স্টেশন। একাধিক জায়গায় জারি ১৪৪ ধারা। বন্ধ রয়েছে একাধিক রাস্তাও । পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আনার জন্য স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং উপরাজ্যপাল অনীল বৈজয়লের কাছে আবেদন জানিয়েছেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল এবং উপমুখ্যমন্ত্রী মনীশ সিসোদিয়া।

সম্পর্কিত পোস্ট