করোনা আবহে চিকিৎসকদের কড়া সমালোচনা, এবারের মত ‘বুর্জ খলিফা’-র এন্ট্রি বন্ধ
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ বিমানবন্দর কর্তৃপক্ষের আপত্তিতে আগেই লেজার শো আগেই বন্ধ হয়েছিল। এবার ঠাকুর দর্শনও বন্ধ হল শ্রীভূমিতে। তবে দর্শনার্থী ঢুকতে না পারলেও পুজোর অন্যান্য উপাচার স্বাভাবিক নিয়মেই চলবে।
শ্রীভূমির পুজো মণ্ডপে প্রতিবারের মতো এবারও উপচে পড়া ভিড়। ‘বুর্জ খলিফা’ কে একবার চাক্ষুস করার লোভে হাজার হাজার দর্শনার্থী সামিল হয়েছিলেন সেখানে। উপেক্ষিত ছিল করোনা বিধি। ছিল না বেশীরভাগ মানুষের মুখে মাস্ক। যা নিয়ে তুমুল সমালোচনার মুখে পড়তে হয়েছিল পুজোর মূল উদ্যোক্তা ও রাজ্যের মন্ত্রী সুজিত বসুকে।
বৃহস্পতিবার সকালে বিধাননগর পুলিশ কর্তাদের সঙ্গে বৈঠক করেন ক্লাব কর্তারা। বৈঠকের পর আপাতত এ বছরের জন্য মণ্ডপে দর্শক প্রবেশ স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অর্থাৎ, নবমী থেকেই ‘বুর্জ খলিফা’র দর্শন করতে পারবেন না বাঙালি।
বিধাননগর সিটি পুলিশ সূত্রে খবর, বুধবার গভীর রাত থেকেই দর্শনার্থীদের জন্য বন্ধ করে দেওয়া হয় শ্রীভূমির দরজা। ভিড় ঠেকাতেই এই সিদ্ধান্ত। নবমী থেকে কোনও দর্শনার্থী শ্রীভূমি পুজো মণ্ডপে ঢুকতে পারবেন না বলে জানানো হয়েছে পুলিশের তরফে।
যত দিন যাচ্ছিল, ক্রমেই মণ্ডপের সামনে জনস্রোত বাড়ছিল। তাতে যে কোনও সময় দুর্ঘটনা ঘটতে পারে। মানুষের ভিড়ের চাপে ভি আই পি রোড পুরোপুরি বন্ধ হয় যাচ্ছিল। সেই চাপ উল্টোডাঙ্গাতেও পড়ছিল।
এর আগে বুর্জ খলিফার ভিড় নিয়ন্ত্রণ করতে বিধাননগর স্টেশনে ট্রেন পরিষেবা ব্যাহত করার সিদ্ধান্ত নিতে হয়েছে। ভিড়ে রাশ টানতে বিধাননগর স্টেশনে ডাউন ট্রেন দাঁড় না করানোর সিদ্ধান্ত নেয় রেল। পুলিশের অনুরোধ মেনে এই সিদ্ধান্ত নেয় পূর্ব রেল কর্তৃপক্ষ।
শ্রীভূমিতে বুর্জ খালিফা দর্শনের জন্য এখনও প্রচুর লোকজন আসছে। কিন্তু পুলিশের পক্ষ থেকে ব্যারিকেড করে দেওয়ায় ঢুকতে দেওয়া হচ্ছেনা তাঁদের। ভিআইপির রোডের সামনে থেকে ফিরিয়ে দেওয়া হচ্ছে প্রত্যেক দর্শনার্থীদের।