Covid Update: দেশজুড়ে কমেছে সংক্রমিত রোগীর সংখ্যা, বেড়েছে মৃত্যুর সংখ্যা

দ্য কোয়ারি ওয়েবডেস্ক : নবমীর তুলনায় কমল করোনায় সংক্রমিত রোগীর সংখ্যা দশমীতে।‌ তবে বাড়ল মৃত্যুর সংখ্যা। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফে প্রকাশিত বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ১৬ হাজার ৮৬২ জন। দেশে মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৩ কোটি ৪০ লক্ষ ৩৭ হাজার ৫৯২।

গত ২৪ ঘন্টায় দেশে মৃত্যু হয়েছে ৩৭৯ জন করোনা রোগীর। দেশে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে মোট ৪ লক্ষ ৫১ হাজার ৮১৪। গত ২৪ ঘন্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ১৯ হাজার ৩৯১ জন।

এখনও পর্যন্ত দেশে করোনা থেকে সুস্থ হয়েছেন মোট ৩ কোটি ৩৩ লক্ষ ৮২ হাজার ১০০। দেশে সুস্থতার হার  ৯৮.০৭ শতাংশ। সক্রিয় করোনা রোগীর সংখ্যা কমে দাঁড়িয়েছে ২ লক্ষ ৩ হাজার ৬৭৮।

দেশজুড়ে মোট করোনা টিকাকরণের সংখ্যা ৯৭ কোটি ১৪ লক্ষ ৩৮ হাজার ৫৫৩। গত ২৪ ঘন্টায় টিকাকরণের সংখ্যা ৩০ লক্ষ ২৬ হাজার ৪৮৩।

অন্যদিকে পশ্চিমবঙ্গে ষষ্ঠী থেকে অষ্টমী পর্যন্ত উত্তোরত্তর কলকাতা, উত্তর ২৪ পরগণা সহ গোটা রাজ্যে দৈনিক করোনা সংক্রমণ বৃদ্ধি পেয়েছে৷ বেড়েছে সংক্রমণ বৃদ্ধির হার৷

বৃহস্পতিবারের বুলেটিনে নমুনা পরীক্ষার সংখ্যা কমেছে৷ ১৮ হাজার ১১৮ জনের নমুনা পরীক্ষা করা হয়৷ তাতে রাজ্যজুড়ে ৫৩০ জনের নতুন করে করোনা সংক্রমণ ধরা পড়ে৷ আর সংক্রমণ বৃদ্ধির হার বৃদ্ধি পেয়ে ২.৯৩ শতাংশ দাঁড়িয়েছে৷

সম্পর্কিত পোস্ট