রাত বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে দুর্যোগ, কেরলে প্রবল বর্ষণে মৃত ৫
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ প্রবল বর্ষণে কেরলে এখনও মৃত ৫। নিখোঁজ বহু৷ রাত বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে দুর্যোগের আশঙ্কা। আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে রবিবার সকাল অবধি চলবে ভারী বর্ষণ।
রাজ্যের দুই জেলা ইদ্দুকু এবং কোট্টায়ামে ভারী বৃষ্টিপাতের জেরে ধস দেখা দিয়েছে৷ কোট্টায়ামে নিখোঁজ প্রায় ১২ জন৷ পাত্থানামত্থিতা, এরনাকুলাম, থিসসুর, পালাকাড়ে লাল সতর্কতা জারি করা হয়েছে৷ কমলা সতর্কতা রয়েছে থিরুভানান্থাপুরাম, কোল্লাম, আলাপুজ্জাহ, মালাপ্পুরাম, কোজিকোরে এবং ওয়ানডে।
ইতিমধ্যেই দুর্যোগ মোকাবিলায় ১১ টি দল মোতায়েন করা হয়েছে। উদ্ধারকাজে নিযুক্ত হয়ে ভারতীয় সেনার তিন বিভাগ। এমআই ১৭ এবং সারাং বিমানের মাধ্যমে চলছে নজরদারি।
সকলকে নিরাপদ স্থানে যাওয়ার বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন। সমস্ত রকমের ব্যবস্থা রাখার জন্য প্রশাসনকে বার্তা দিয়েছেন তিনি৷