প্রয়াত কাজল সিনহার বাড়িতে বিজেপি প্রার্থী, উপনির্বাচনের আগে শুরু জল্পনা
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ দশমী কাটতেই শুরু হয়েছে চার কেন্দ্রের উপনির্বাচনের প্রচার। রবিবার সকালে প্রচারে বেরিয়েছিলেন খড়দাহে বিজেপি প্রার্থী জয় সাহা। গেলেন বিধানসভা নির্বাচনে জয়ী তৃণমূল প্রার্থী প্রয়াত কাজল সিনহার বাড়িতে। আশীর্বাদ নিলেন তার স্ত্রীর। যা ঘিরে রাজনৈতিক মহলে ব্যাপক শোরগোল শুরু হয়েছে।
রবিবার সকালে প্রয়াত কাজল সিনহার বাড়িতে গিয়ে তার ছবিতে মাল্যদান করেন বিজেপি প্রার্থী। এরপর তার স্ত্রী নন্দিতা দেবীর আশীর্বাদ তিনি নেন। বিজেপির প্রার্থীর কথায়, কাজল সিনহার স্বপ্নপূরণ করতেই আশীর্বাদ নিলেন তিনি।
বিষয়টিকে ভালোভাবে নেননি তৃণমূল প্রার্থী শোভনদেব চট্টোপাধ্যায়। তিনি বলেন, জয়ী হওয়ার আশীর্বাদ নন্দিতাদেবী কোনওভাবেই করতে পারেন না।
প্রসঙ্গত, দীর্ঘ সময় ধরে খড়দাহ কেন্দ্রের সমস্ত কাজ সামলেছেন কাজল সিনহা। এলাকায় ভীষণ জনপ্রিয় ছিলেন তিনি। ওই কেন্দ্র থেকে অর্থমন্ত্রী একাধিকবার অমিত মিত্র জয়লাভ করলেও জয়ের শ্রেয় যেত কাজল সিনহার ওপর। সেই কাজের জন্যেই এবারের বিধানসভা নির্বাচনে খড়দাহ কেন্দ্র থেকে তৃণমূলের টিকিট পান তিনি। কিন্তু ওই কেন্দ্রে জয়লাভ করলেও করোনায় প্রাণ হারান।
সম্প্রতি ভবানীপুরের আসন থেকে ইস্তফা দিয়েছেন শোভনদেব চট্টোপাধ্যায়। সেই আসনে জয়লাভ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবার খড়দাহ আসনে প্রার্থী হয়েছেন তিনি। শোভনদেবকে প্রার্থী করায় অখুশ এলাকাবাসী। উপনির্বাচনে এই সুযোগকেই কী কাজে লাগাতে চাইছে বিজেপি? প্রশ্ন রাজনৈতিক মহলে।