উত্তীর্ণ হয়েও মেলেনি চাকরি, তাই ফের আন্দোলনে এসএসসি পরিক্ষার্থীরা
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরেও মেলেনি চাকরি। এবার হাইকোর্টের অনুমতি নিয়ে ফের মেয়ো রোডে ধর্নায় বসলেন চাকরিপ্রার্থীরা।
রবিবার থেকে মেয়ো রোডে গান্ধী মুর্তির পাদদেশে চলছে ধর্না। চাকরি প্রার্থীদের তরফে জানানো হয়েছে, ২০১৬ সালে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন তাঁরা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আশ্বাস দিয়েছিলেন নিয়োগের বিষয়ে। কিন্তু তা ফলপ্রসূ হয়নি।
তাই তৃতীয়বার আন্দোলন শুরু করলেন তাঁরা৷ অতি শীঘ্রই মুখ্যমন্ত্রী নায্য অধিকার ফিরিয়ে দিয়ে যথাযোগ্য মর্যাদায় স্কুল শিক্ষক হিসাবে পাঠিয়ে দেবেন।
এর আগে ২০১৯ সালে কলকাতা প্রেস ক্লাবের সামনে অনশনে বসেন তাঁরা। দাবী, মেধা তালিকায় নাম থাকা সত্ত্বেও চাকরি দেওয়া হয়নি। এরপর ১০ সদস্যের কমিটি গঠন করেও কোনও লাভ হয়নি।
একইভাবে এসএসসিতে নিয়োগের দাবীতে ১৮৭ দিন অনশনে বসেছিলেন চাকরিপ্রার্থীরা। গত অগাস্ট মাসে শেষবার বৈঠক হয়েছিল। কিন্তু তার পরেও কোনও সুরাহা না মেলায় ফের আন্দোলনের রাস্তা বেছে নিলেন চাকরিপ্রার্থীরা।