কেন্দ্রীয় মন্ত্রীর অপসারপণ এবং গ্রেফতারের দাবীতে কৃষকদের ‘রেল রোকো’ আন্দোলন
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ উত্তরপ্রদেশের লাখিমপুর খেরিতে ৪ কৃষককে গাড়িতে পিষে মারার ঘটনায় কেন্দ্রীয় মন্ত্রী অজয় মিশ্রর অপসারণ এবং গ্রেফতারের দাবীতে ‘রেল রোকো’ আন্দোলনে কৃষকরা। সংযুক্ত কিষাণ মোর্চার ডাকা সকাল ১০ টা থেকে বিকেল ৪ টে অবধি আন্দোলন শুরু হয়েছে।
লখনউ পুলিশের তরফে জানানো হয়েছে, যারা ‘রেল রোকো’ আন্দোলনে অংশগ্রহণ করবে তাঁদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে।
৩ অক্টোবর উত্তরপ্রদেশের লাখিমপুর খেরির ঘটনায় ৮ জনের মৃত্যু হয়। এর মধ্যে ৪ জন কৃষককে গাড়িতে পিষে মারা হয় বলে অভিযোগ। ঘটনায় সরাসরি অভিযোগ উঠেছে কেন্দ্রীয় মন্ত্রী অজয় মিশ্রর ছেলে আশীষ মিশ্র বিরুদ্ধে। পুলিশ তাঁকে জিজ্ঞাসাবাদের পর হেফাজতে নিয়েছে।
উত্তীর্ণ হয়েও মেলেনি চাকরি, তাই ফের আন্দোলনে এসএসসি পরিক্ষার্থীরা
কৃষকদের তরফে জানানো হয়েছে, ওই এলাকায় হিন্দু বনাম শিখের দাঙ্গা লাগানোর জন্য উস্কানিমূলক মন্তব্য করতেন মন্ত্রী অজয় মিশ্র। যে গাড়িতে করে কৃষকদের পিষে মারা হয়, সেই গাড়ির মালিক অজয় মিশ্র। ঘটনায় বারবার পুলিশ আশীষ মিশ্রকে লোকানোর চেষ্টা করেছে।
ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে ব্যাপক জলঘোলা হয়েছে। আলাদা করে মৃত কৃষকদের পরিবারের সঙ্গে দেখা করতে যান রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী বঢরা। রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের সঙ্গে দেখা করে অজয় মিশ্রর অপসারণের দাবী তোলেন তাঁরা। এছাড়াও মৃত কৃষকদের পরিবারের সঙ্গে দেখা করেন অন্যান্য বিরোধী দলের রাজনৈতিক নেতারা।