কৃষকদের ‘রেল রোকো’ আন্দোলনে দেশজুড়ে অবরুদ্ধ ১৬০ জোড়া ট্রেন

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ ৩ অক্টোবর উত্তরপ্রদেশের লাখিমপুর খেরিতে ৪ কৃষককে পিষে মারার ঘটনায় কেন্দ্রীয় মন্ত্রী অজয় মিশ্রর অপসারণের দাবীতে সোমবার সকাল ১০ টা থেকে বিকেল ৪ টে অবধি চলে ‘রেল রোকো’ কর্মসূচি। যার জেরে সারা দেশজুড়ে অবরুদ্ধ হয়ে পড়ে ১৬০ জোড়া ট্রেন।

পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ ছাড়াও আন্দোলনের আঁচ ছড়িয়ে পড়ে পশ্চিমবঙ্গেও। পাঞ্জাবের ফিরোজপুর শহর সহ চারটি বিভাগেই কৃষকরা রেল লাইনের ওপর বসে অবরোধ দেখান। কৃষক নেতা রাকেশ টিকায়িত জানিয়েছেন, দেশের প্রত্যেকটি জেলাতেই শান্তিপূর্ণভাবে এই আন্দোলন চলবে৷

এরাজ্যে পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, হাওড়া, হুগলী এবং দক্ষিণ ২৪ পরগণার একাধিক জায়গায় রেল অবরোধ করেন কৃষকরা। যার ফলে দীর্ঘ সময় ধরে বন্ধ ছিল ট্রেন চলাচল।

উল্লেখ্য, ৩ অক্টোবর লাখিমপুর খেরিতে ৪ কৃষকের মৃত্যুর ঘটনায় সারা দেশজুড়ে আলোচনা শুরু হয়। ৪ জন কৃষককে গাড়িতে পিষে মারার অভিযোগ ওঠে কেন্দ্রীয় মন্ত্রী অজয় মিশ্রর ছেলে আশীষ মিশ্রের বিরুদ্ধে। অভিযোগ, ওই সময় গাড়িতে উপস্থিত ছিল আশীষ।

ঘটনায় আশীষকে দীর্ঘ সময় জেরা করে উত্তরপ্রদেশ পুলিশ। তাঁর বক্তব্যে অসঙ্গতি থাকার কারণে গ্রেফতার করে পুলিশ। এবার কেন্দ্রীয় মন্ত্রীর অপসারণের দাবীতে সরব হয়েছে সংযুক্ত কিষাণ মোর্চা। সেকারণেই লাখিমপুর খেরির ঘটনার প্রতিবাদে একের পর এক কর্মসূচি স্থির করেছেন তাঁরা।

সম্পর্কিত পোস্ট