ভারী বৃষ্টিপাতের জেরে বিপদ বাড়ছে উত্তরাখণ্ডে
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ একটানা ভারী বর্ষণে বিপর্যস্ত উত্তরাখণ্ড। ভারী থেকে অতি ভারী বর্ষণের জেরে একাধিক জায়গায় ধস দেখা দিয়েছে। মুখ্যমন্ত্রী পুস্কর সিং ধামীর সঙ্গে ফোনে পরিস্থিতি জানলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
সূত্রের খবর, উত্তরাখণ্ডের পরিস্থিতি জানতে মুখ্যমন্ত্রী পুস্কর সিং ধামী এবং মন্ত্রী অজয় ভাটের সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী। অতি ভারী বৃষ্টিপাতের বিরুদ্ধে মোকাবিলার জন্য কী কী ব্যবস্থা নেওয়া হয়েছে? তা জানতে চান প্রধানমন্ত্রী।
একাধিক জায়গায় বৃষ্টির জেরে ভুমি ধস দেখা দিয়েছে। আপাতত বদ্রীনাথ যাত্রা বন্ধ রাখা হয়েছে। পূর্ণার্থীদের নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয়েছে।
বিপর্যয় মোকাবিলা দলের সঙ্গে আলোচনা করেন মুখ্যমন্ত্রী পুস্কর সিং ধামী। পরিস্থিতি মোকাবিলায় আলাদা করে ক্যাম্প তৈরির নির্দেশ দেন তিনি। সেইসঙ্গে ক্যাম্পগুলিতে সমস্ত রকম ব্যবস্থা রাখার জন্য নির্দেশ দেন মুখ্যমন্ত্রী৷
আবহাওয়া দফতরের রিপোর্ট অনুযায়ী, উত্তরাখণ্ডে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হওয়ার আশঙ্কা এখনও কাটছে না। অধিকাংশ জায়গায় লাল সতর্কতা জারি করা হয়েছে। শুধুমাত্র উত্তরাখণ্ড নয়, এমনকি উত্তরপ্রদেশের পশ্চিম এলাকাতেও হতে পারে ভারী বৃষ্টি।