যোগী সরকারকে মোক্ষম জবাব, উত্তরপ্রদেশ নির্বাচনে ৪০ শতাংশ মহিলা প্রার্থীর ঘোষণা প্রিয়াঙ্কার
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ আসন্ন উত্তরপ্রদেশ নির্বাচনে মহিলা সুরক্ষা ইস্যুকেই প্রধান অস্ত্র করতে চায় কংগ্রেস। তাই নির্বাচনের ৪০ শতাংশ আসনে মহিলা প্রার্থী দেওয়ার ঘোষণা করলেন কংগ্রেস মহাসচিব প্রিয়াঙ্কা গান্ধী বঢরা।
এদিন প্রিয়াঙ্কা বলেন, সমস্ত প্রতিবন্ধকতাকে দূরে সরিয়ে মহিলাদের উচিত উন্নয়নের স্বার্থে এগিয়ে আসা। দলের সিদ্ধান্ত প্রত্যেক মহিলাকে একটি করে এলপিজি সিলিন্ডার এবং দু’হাজার করে টাকা দেওয়া হবে।
এদিন লখনউয়ের সাংবাদিক বৈঠকে প্রিয়াঙ্কা বলেন, দলের এই সিদ্ধান্তের কারণ হল উন্নাওয়ে যে মহিলাকে জ্বালিয়ে হত্যা করা হল তার জন্য৷ হাথরাসে যে মহিলাকে হত্যার সুবিচার হল না তার জন্য। আমি লাখিমপুরে এক মহিলার সঙ্গে কথা বলেছি যে প্রধানমন্ত্রী হতে চায়। এই সিদ্ধান্ত উত্তরপ্রদেশের সমস্ত মহিলার জন্য যারা উত্তরপ্রদেশের উন্নয়নের স্বার্থে কাজ করতে চান।
তাজপুরে গভীর সমুদ্রবন্দর তৈরির টেন্ডার ডাকল পশ্চিমবঙ্গ শিল্পোন্নয়ন নিগম
তিনি আরও বলেন, সারা দেশজুড়ে ঘৃণার রাজনীতি চলছে। একমাত্র মহিলারা এর থেকে মুক্তি দিতে পারেন। একমাত্র মহিলা সুরক্ষার কথা ভেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ এদিন সমস্ত মহিলাকে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াইয়ের জন্য এগিয়ে আসার আর্জি জানিয়েছেন প্রিয়াঙ্কা।
আর মাস কয়েক পরেই উত্তরপ্রদেশের নির্বাচন। তাই আগে থেকে সমস্ত তোরজোড় সেরে মাঠে নামতে চাইছে কংগ্রেস। ২০১৭ সালে মাত্র ৭ টি আসন পেয়েছিল কংগ্রেস। তা থেকে কাটিয়ে উঠতেই এই বিরাট সিদ্ধান্ত দেশের পুরানো দল।
গত কয়েক বছর ধরে মহিলা সুরক্ষা নিয়ে একাধিক অভিযোগ উঠেছে যোগী সরকারের বিরুদ্ধে। এবার মহিলা ইস্যুকে হাতিয়ার করেই এগোতে চাইছেন কংগ্রেস নেতৃত্ব। এমনকি উত্তরপ্রদেশ নির্বাচনে প্রিয়াঙ্কাই হতে পারেন কংগ্রেসের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী। যদিও গোটা বিষয়টি দলের সিদ্ধান্ত বলেছেন প্রিয়াঙ্কা।