সুপ্রিম কোর্টের রায় ঘোষণার আগে ফের ‘দিল্লি চলো’ আহ্বান সংযুক্ত কিষাণ মোর্চার
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ গত বছরের ২৬ নভেম্বর থেকে একটানা দিল্লি উপকন্ঠে টানা আন্দোলন জারি রেখেছে দেশের লক্ষ লক্ষ কৃষকরা। সম্প্রতি উত্তরপ্রদেশের লাখিমপুর খেরির ঘটনায় কৃষকদের আন্দোলন ঘিরে প্রশ্ন তুলতে শুরু করেছে কেন্দ্র সরকার।
বৃহস্পতিবার এবিষয়ে রায় ঘোষণার আগেই আরও একবার পাঞ্জাব, হরিয়ানা সহ অন্যান্য রাজ্যের কৃষকদের দিল্লি উপকন্ঠে জমায়েত হওয়ার জন্য আহ্বান জানালো সংযুক্ত কিষাণ মোর্চা।
চলতি মাসেই সুপ্রিম কোর্ট জানায়, আদালতের তরফে পরীক্ষা করে দেখা হবে কৃষকদের আন্দোলন কতটা ন্যায়সঙ্গত। এর আগে যন্তরমন্তরে ধর্নার দাবীতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় কৃষকদের একটি সংগঠন। রাজস্থানের ওই কৃষক সংগঠনের দাবী, প্রতিদিন যন্তরমন্তরে ২০০ জন করে কৃষকরা আন্দোলনে শামিল হবেন।
সুপ্রিম কোর্টে শুনানি চলাকালীন অ্যাটর্নি জেনারেল কে কে ভেনুগোপাল জানান, লাখিমপুর খেরির ঘটনায় ৮ জনের মৃত্যু হয়েছে। আন্দোলন এভাবে চলতে পারে না। এধরনের ঘটনা দুর্ভাগ্যজনক। আইন যখন প্রনয়ণ করা হয়নি, তাহলে এধরনের আন্দোলনের প্রশ্নই ওঠে না।
একটানা বৃষ্টিতে উত্তরাখণ্ডে ব্যাপক বিপর্যয়, মৃত ৩৪
আদালতের তরফে বিচারপতি এএম খানবিলকর এবং বিচারপতি সিটি রবিকুমার জানান, যখন এধরনের ঘটনা ঘটে তখন দায় কেউ নেয় না। এমনকি সেদিন আদালতে উপস্থিত সেই কৃষক সংগঠনকে হলফনামা জমা দেওয়ার কথা বলা হয়। যেখানে কৃষক সংগঠনকে বলতে বলা হয় দিল্লি উপকন্ঠে তাঁরা উপস্থিত নয়।
https://twitter.com/Kisanektamorcha/status/1450635520539643904?s=08
পাশাপাশি আদালতের তরফে বলা হয়, যখন আপনি আন্দোলন করছেন তখন আপনি আন্দোলন করতে পারেন না। কারণ, বিষয়টি বিচারাধীন। যখন সরকার আইন প্রনয়ণ করেনি তাহলে আপনারা আন্দোলন করছেন কেন?