ক্যাপ্টেন অমরিন্দর সিংয়ের সঙ্গে জোটের দরজা খুলে দিল বিজেপি

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ নতুন দল গঠন করে আসন্ন পাঞ্জাব বিধানসভা নির্বাচনে কংগ্রেসের বিরুদ্ধে লড়াইয়ের সিদ্ধান্ত নিয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিং৷ দরকার পড়লে বিজেপির সঙ্গে জোট করার কথাও বলেছেন তিনি। এমত অবস্থায় ক্যাপ্টেন সিংয়ের জন্য জোটের দরজা খুলে দিল বিজেপি।

বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক এবং পাঞ্জাব বিজেপির দায়িত্বপ্রাপ্ত নেতা দ্যুষন্ত গৌতম অমরিন্দর সিংয়ের জন্য জোটের দরজা খুলে দিলেন। তিনি বলেন, ক্যাপ্টেন সিং একজন দেশপ্রেমী নেতা৷ বিজেপি এধরনের দেশপ্রেমী নেতাদের সঙ্গে যুক্ত হতে চায়।

গত কয়েকমাস ধরে পাঞ্জাব কংগ্রেসে ক্যাপ্টেন অমরিন্দর সিং বনাম নভজ্যোৎ সিং সিধুর দ্বন্দ্ব লেগেই ছিল। সেই দ্বন্দ্বের অবসান ঘটিয়ে মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দেন ক্যাপ্টেন অমরিন্দর সিং।

মঙ্গলবারই নতুন দল গঠনের সিদ্ধান্ত নেন তিনি। নতুন দল নিয়ে কংগ্রেসের বিরুদ্ধে লড়াইয়ের সিদ্ধান্ত নেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। সেক্ষেত্রে কৃষকদের কথা ভেবে যদি কেন্দ্র সরকার পদক্ষেপ নেয় তবেই জোট সম্ভব বলে জানিয়েছেন তিনি। নাহলে শিরোমণি আকালি দলের সঙ্গেও জোটের জন্য পা বাড়িয়ে রেখেছেন তিনি।

এদিন বিজেপি নেতার কথায়, ক্যাপ্টেন অমরিন্দর সিং কৃষকের সমস্যার কথা বলেছেন। কৃষকদের উন্নয়নের স্বার্থে পদক্ষেপ নিতে আমরা দায়বদ্ধ৷ যদি সময় আসে তাহলে অবশ্যই কৃষকদের বিষয় নিয়ে একসঙ্গে বসে আলোচনা করে সমস্যা সমাধানের চেষ্টা করব।

তিনি আরও বলেন, আমাদের কাছে দেশ আগে। এই ইস্যুতে যে কোনও দল আমাদের সঙ্গে যুক্ত হতে পারে। উনি একজন দেশভক্ত। বহু বছর ধরে সেনাবাহিনীর সঙ্গে যুক্ত ছিলেন। উনি জানেন কিভাবে কেউ ভয় দেখালে তার জবাব কিভাবে দিতে হয়। যখন দেশের সুরক্ষার প্রশ্ন উঠবে তখন আমরা ক্যাপ্টেন অমরিন্দর সিংয়ের পাশে রয়েছি।

সম্পর্কিত পোস্ট