ভারতের বাজার কাঁপাবে Realme-র 5G ফোন
সর্বাধুনিক Snapdragon 865Chipset, ডুয়াল সেলফি ক্যামেরা, ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার সহ ভারতের বাজারে 5G স্মার্টফোন আনল ইউরোপিয়ান ব্র্যান্ড Realme ।
দ্য কোয়ারি ডেস্ক- সর্বাধুনিক Snapdragon 865Chipset, ডুয়াল সেলফি ক্যামেরা, ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার সহ ভারতের বাজারে 5G স্মার্টফোন আনল ইউরোপিয়ান ব্র্যান্ড Realme ।
২৪ ফেব্রুয়ারি সোমবার লঞ্চ হয়েছে Realme X50 Pro । আপাতভাবে দেখতে গেলে এটাি বারতের প্রথম 5G স্মার্টফোন ।
অন্যদিকে ২৫ ফেব্রুয়ারি মঙ্গলবার লঞ্চ হতে চলেছে আরও একটি 5G ফোন iQoo 3।
iQoo ব্র্যান্ডের স্মার্টফোন কড়া প্রতিযোগিতায় ফেলবে Realme X50 Pro 5G কে । এমনটাই মত টেক বিশেষজ্ঞদের ।
এক ঝলকে Realme-র 5G ফোন
- ডিসপ্লে- 90Hz Super AMOLED capacitive touchscreen, 16M colors
- রেজোলিউশন- 1080 x 2400 pixels, 20:9 ratio (~409 ppi density)
- ডিসপ্লে প্রোটেকশন- Corning Gorilla Glass 5
- অপারেটিং সিস্টেম- Android 10.0; realme UI 1.0
- মোবাইল চিপসেট- Qualcomm SM8250 Snapdragon 865 (7 nm+)
- মোবাইল গ্রাফিক্স- Adreno 650
- ইন্টারনাল মেমোরি- LPDDR5 Ram,128GB 6GB RAM, 128GB 8GB RAM, 256GB 12GB RAM
- ওয়াইফাই- Wi-Fi 802.11 a/b/g/n/ac/ax, dual-band, Wi-Fi Direct, hotspot
- ব্লুটুথ- 5.1, A2DP, LE
- জিপিএস সিস্টেম- Yes, with dual-band A-GPS, GLONASS, BDS, GALILEO
Realme-র 5G ফোন,ক্যামেরা স্পেসিফিকেশন
ফোনের পিছনে রয়েছে কোয়াড ক্যামেরা সেটআপ । প্রাইমারি ক্যামেরায় রয়েছে 64 মেগাপিক্সেল Samsung GW1 সেন্সর ।
আরও পড়ুন : জেটম্যানে চড়ে ভিন্সের নয়া মাইলস্টোন
সঙ্গে 8 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা, 12 মেগাপিক্সেল টেলিফটো লেন্স ও 2 মেগাপিক্সেল পোট্রেট ক্যামেরা ।
সেলফি তোলার জন্য রয়েছে ডুয়াল ক্যামেরা সেটআপ । এখানে রয়েছে একটি 32 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর ও 8 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা ।
Realme X50 Pro 5G -র দাম
6GB RAM + 128GB স্টোরেজে Realme X50 Pro 5G -র দাম 37,999 টাকা ।
8GB RAM + 128GB স্টোরেজে এই ফোন কিনতে 39,999 টাকা খরচ হবে ।
আরও পড়ুন : অনলাইন ট্রানজাকশন ফেল! ব্যাঙ্ক দেবে টাকা
12GB RAM + 256GB ভেরিয়েন্টে দেশের প্রথম 5G ফোন কিনতে খরচ হবে 44,999 টাকা । Flipkart ও Realme.com থেকে পাওয়া যাবে Realme X50 Pro 5G।
নতুন ফোনে 5G কানেক্টিভিটি ব্যবহার করেছে Realme । ডুয়াল ব্যান্ড 5G সাপোর্ট ছাড়াও কানেক্টিভিটির জন্য এই ফোনে রয়েছে 4G VoLTE, Wi-Fi 6, Bluetooth v5.1, GPS/ A-GPS ও USB Type-C পোর্ট।
ফোনের ভিতরে রয়েছে 4,200 mAh ব্যাটারি। সঙ্গে রয়েছে 65W ফাস্ট চার্জ সাপোর্ট।