কোহলির পর ভারতীয় ক্রিকেট দলের জন্য রোহিত শর্মা বিসিসিআইয়ের ‘বেস্ট চয়েস’

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ টি-টোয়েন্টি বিশ্বকাপের পরেই অধিনায়কত্ব ছাড়তে চলেছেন বিরাট কোহলি। কোহলির পর ভারতীয় ক্রিকেট দলের ব্যাটন রোহিত শর্মার হাতে তুলে দিতে চাইছে ক্রিকেট বোর্ড। খুব শীঘ্রই সরকারীভাবে অধিনায়কের আসনে ঘোষিত হতে চলেছে রোহিতের নাম।

ক্যাপ্টেন্সি ছেড়ে আপাতত ব্যাটিংয়ের ওপরেই ফোকাস রাখতে চাইছেন বিরাট৷ কোহলির বিকল্প হিসাবে কোনপ সফলতম ব্যক্তিকে খুঁজে বেড়াচ্ছিল বিসিসিআই। সেই দৌড়ে ছিলেন কেএল রাহুল এবং জশপ্রিত বুমরাহরা। কিন্তু অধিনায়ক হিসাবে রোহিতকেই বেছে নিতে চাইছে বোর্ড।

এমনটাই আভাস মিলল বুধবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অনুশীলন ম্যাচে। অধিনায়ক হিসাবে দলের দায়িত্ব কাঁধে তুলে নিলেন রোহিত। এমনকি প্রথম ইনিংসে বিরাটকে বলও করালেন।

এমনিতেই অধিনায়ক হিসাবে রোহিতের রিপোর্ট কার্ড বেশ চমকপ্রদ। এর আগে তাঁর নেতৃত্বে এশিয়া কাপ জিতেছে ভারতীয় দল। এমনকি চারবার আইপিএলে জয়লাভ করেছে মুম্বই ইন্ডিয়ান্স।

টি-টোয়েন্টি বিশ্বকাপের পর শুধুমাত্র অধিনায়ক নয়, বদলাতে পারে দলের কোচ। কোচ রবি শাস্ত্রীর জায়গায় দেখা যেতে পারে রাহুল দ্রাবিড়কে। একাধিক বদল হতে চলেছে কোচিং স্টাফেও৷

সম্পর্কিত পোস্ট