কুমিল্লার ঘটনায় তদন্তে নেমে চাঞ্চল্যকর সিসিটিভি ফুটেজ হাতে পেল গোয়েন্দা বিভাগ
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ সিসিটিভি ফুটেজ (CCTV Footage) দেখে কুমিল্লার (Commilla) পুজামণ্ডপে কোরান(Quran) রাখা ব্যক্তিকে শণাক্ত করল বাংলাদেশের (Bangladesh) তদন্তকারী বিভাগ। পুলিশ সূত্রে খবর, ওই ব্যক্তির নাম ইকবাল হোসেন। পেশায় রাজমিস্ত্রী ওই ব্যক্তি কুমিল্লার সুজানগরের বাসিন্দা বলে জানা গিয়েছে।
প্রকাশিত সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, রাত দুটোর পর এক ব্যক্তি কুমিল্লায় নানুয়া দিঘির পাড়ে দর্পন সংঘের পূজামণ্ডপের (Durgapuja pandel) দিকে যাচ্ছেন। মণ্ডপে কোনও সিসিটিভি ক্যামেরা না থাকলেও মণ্ডপ সংলগ্ন একটি বাড়ির সিসিটিভি ফুটেজ থেকেই এই তথ্য পেয়েছে পুলিশ।
সিসিটিভি ফুটেজে দেখা যায় মাজার থেকে বেরিয়ে ওই ব্যক্তি একটি বই নিয়ে মণ্ডপের দিকে যাচ্ছে। এরপর মণ্ডপ থেকে বের হওয়ার পর তাঁর হাতে গদা দেখতে পাওয়া যায়।
মাদককাণ্ডে অভিনেত্রী অনন্যা পাণ্ডের বাড়িতে তলাশি এনসিবির
স্থানীয়দের বয়ান অনুযায়ী, বুধবার ভোরে হনুমান মুর্তির কাছে কোরান মেলে। কিন্তু ছিল না হনুমান মুর্তির হাতে থাকা গদা। আপাতত ইকবাল হোসেনের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ এবং গোয়েন্দা সংস্থা।
অন্যদিকে কুমিল্লার ঘটনা ফেসবুকের (Facebook) মাধ্যমে ছড়িয়ে দেওয়ার জন্য অভিযুক্ত যুবককে গ্রেফতারের কথাও জানানো হয়েছে। কুমিল্লার আটটি মন্দিরে ভাঙচুড় চালানো হয়। এখনও অবধি ৭২ টি মামলা দায়ের করা হয়েছে। ৪৫০ জনকে গ্রেফতার করেছে পুলিশ।