পুরভোটের প্রস্তুতি নিয়ে কোমড় বাঁধল ত্রিপুরার তৃণমূল কংগ্রেস
দ্য কোয়ারি ওয়েবডেস্ক: ২৩ এর বিধানসভা নির্বাচনের আগে প্রধান লক্ষ্য পুরসভা নির্বাচন (Municipal Election)। তাই রণনীতি সাজাতে গুরুত্বপূর্ণ বৈঠকে ত্রিপুরার তৃণমূল কংগ্রেস (AITC Tripura)৷ উপস্থিত রয়েছেন স্টিয়ারিং কমিটির (Stearing commite) সমস্ত সদস্যরা।
সূত্রের খবর, আগামী ২২ অক্টোবর থেকে ৪ নভেম্বর অবধি ত্রিপুরার (Tripura) সমস্ত জেলায় রাজনৈতিক সভা করবে তৃণমূল (TMC)। আগামী দুই সপ্তাহ ধরে রাজ্যজুড়ে চলবে লাগাতার প্রচার। সেখানে বাংলায় তৃণমূল সরকারের উন্নয়ন এবং ত্রিপুরায় মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের (Biplab Deb) সরকারের দ্বারা তৃণমূল কর্মীদের আক্রান্ত হওয়ার কথা তুলে ধরবেন তাঁরা।
সারা দেশে টিকাকরণে ১০০ কোটি পার, ঐতিহাসিক জানালেন নরেন্দ্র মোদি
এর আগে চলতি মাসেই স্টিয়ারিং কমিটির সঙ্গে ভার্চুয়াল বৈঠকে (Vertual Meeting) সমস্ত তোরজোড় সেরে ফেলার নির্দেশ দিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। ৪ নভেম্বর অভিষেকের ত্রিপুরা সফরের আগেই সবকিছু ঠিক করে নিতে চাইছেন সুবল ভৌমিকরা (Subal Bhowmik)।
তিন নেতার কাঁধে ত্রিপুরার দায়িত্ব ভাগ করে দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। পশ্চিম ত্রিপুরা এবং সিপাহীজেলা দেখবেন সুস্মিতা দেব (Susmita Deb) । ধলাই, খোয়াই, উনকোটি এবং উত্তর ত্রিপুরা দেখবেন আশীষ লাল সিং (Ashish Lal Singh) । দক্ষিণ ত্রিপুরা, গোমতি এবং সিপাহীজেলা দেখবেন সুবল ভৌমিক (Subal Bhowmik) । মোট ৩০ জনের স্টিয়ারিং কমিটি রাজ্যজুড়ে প্রচার করবেন তৃণমূলের৷