প্রয়াত নেতার ছবি নিয়ে প্রচারের অভিযোগে খড়দহের বিজেপি প্রার্থীর বিরুদ্ধে থানায় অভিযোগ
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ পুজো কাটতেই প্রচারে নেমেছে৷ উপনির্বাচনের প্রার্থীরা। প্রথম দিনের প্রচারে বেরিয়ে খড়দহের বিজেপি (BJP) প্রার্থী জয় সাহা (Joy Sha) সোজা চলে যান খড়দহের (Khardah) প্রয়াত তৃণমূল নেতা কাজল সিনহার (Kajal Sinha) বাড়িতে। সেখানে কাজল সিনহার ছবিতে মালা দিয়ে প্রণাম করেন তিনি। আশীর্বাদ নেন কাজল সিনহার স্ত্রী নন্দিতা সিনহার (Nandita Sinha) থেকে।
সেই ছবি সোশ্যাল মাধ্যমে ছড়িয়ে দিতেই বাড়ল রাজনৈতিক চাপানতোর। প্রয়াত তৃণমূল নেতার ছবি স্যোশাল মাধ্যমে (Social Media) পোস্ট করে প্রচারের অভিযোগে থানায় নালিশ জানালেন কাজল সিনহার স্ত্রী নন্দিতা সিনহা (Nandita Sinha)।
নন্দিতা সিনহার অভিযোগ, না জানিয়ে বাড়িতে গিয়েছিলেন বিজেপি প্রার্থী জয় সাহা। সৌজন্যের খাতিরে মালা দিতে দিয়েছিলাম। কিন্তু সেই ছবি স্যোশাল মাধ্যমে পোস্ট করে প্রচার করবে, তা মেনে নেওয়া সম্ভব নয়। এটা কোনও ভুল কাজ নয় বলে জানিয়েছেন তিনি।
আগামী ৩০ তারিখ রাজ্যের চার কেন্দ্রে উপনির্বাচন (By-Election)৷ এর মধ্যে রয়েছে কোচবিহারের দিনহাটা (Dinhata), উত্তর ২৪ পরগণার খড়দহ, দক্ষিণ ২৪ পরগণার গোসাবা (Gosaba) এবং নদীয়ার শান্তিপুর (Santipur)। এর মধ্যে তিনটি কেন্দ্র দিনহাটা, খড়দহ এবং শান্তিপুরকে স্পর্শকাতর বলে মনে করছে নির্বাচন কমিশন।
করোনা আক্রান্ত অভিনেতা অণির্বাণ ভট্টাচার্য
ভবানীপুরের (Bhawanipur ) আসনটি তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) জন্য ছাড়ার পর খড়দহ কেন্দ্রে প্রার্থী হয়েছে শোভনদেব চট্টোপাধ্যায় (Shovondeb Chaterjee)। গোটা বিষয়টি তিনি ভালোভাবে নেননি। সেই কারণেই কী পুলিশের কাছে নালিশ জানালেন নন্দীতা দেবী? উঠছে প্রশ্ন।
কমিশনের তরফে ইতিমধ্যেই ৮০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। এলাকায় এলাকায় চলছে রুটমার্চ। ভোটাররা যাতে অবাধে ভোট দিতে যেতে পারেন সেই বার্তাই দিচ্ছেন নিরাপত্তারক্ষী