করোনার কাঁটা কাটিয়ে দীর্ঘদিন পর রেলে চালু হচ্ছে প্যান্ট্রিকার পরিষেবা

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ  করোনা অতিমারীর (Covid-19 Pandemic) জেরে গত দু’বছর ধরে বন্ধ প্যান্ট্রিকার পরিষেবা (Pantry Car Service)। রেল পরিষেবাও (Railway Service) বহুলাংশেই বিপর্যস্ত। এবার, অবশেষে জনসাধারণের জন্য মিললো সুখবর।

দেশে ১০০ কোটি টিকাকরণের (Vaccination) দিন রেল সূত্রে জানা গেল শীঘ্রই ফিরছে প্যান্ট্রিকার পরিষেবা। আবার ট্রেনে যাত্রাকালীন তৈরি করা খাবার অর্ডার করতে পারবেন দূরপাল্লা ট্রেনের যাত্রীরা।

জানা গিয়েছে, রেলের কাছে অনুমতি চেয়েছিল আইআরসিটিসি (IRCTC) যাতে ফের প্যান্ট্রি কার পরিষেবা ফের চালু করা হয় সেই জন্য। ইতিমধ্যেই রেল বোর্ড তাদের আবেদন মেনে নিয়েছে।

এই বিষয়ে চলতি মাসের মধ্যেই চূড়ান্ত ছাড়পত্র দিতে চলেছে রেল বোর্ড। আশা করা যাচ্ছে ফের প্যান্ট্রি কার পরিষেবার সুবিধা পাবেন রেল যাত্রীরা আগামী মাসের মাঝামাঝি থেকে ।

বিপর্যস্ত দার্জিলিং, পাহাড়ে যাচ্ছেন মমতা

প্রসঙ্গত উল্লেখ্য, প্যান্ট্রি কার পরিষেবা কার্যত বন্ধ করে দেওয়া হয়েছিল করোনা পরিস্থিতির জেরে । তার পর থেকে রেলে শুকনো খাবার মিললেও তৈরি করা খাবারের কোনও বন্দোবস্ত ছিল না। কমবেশি ৩৫০ জোড়া দূরপাল্লার ট্রেনে প্যান্ট্রি কার পরিষেবা ছিল।

এর মধ্যে আছে মেল, এক্সপ্রেস, সুপারফার্স্ট, প্রিমিয়াম সার্ভিস ট্রেন। উল্লেখ্য ট্রেন গুলির প্যান্ট্রিতে যাঁরা কাজ করেন, তাঁরা রেলের স্থায়ী কর্মী নন। বেসরকারি ঠিকাদারের অধীনে কাজ করে থাকেন। তাই ফের এই পরিষেবা চালু হলে তাঁদের রুজিরোজগারের সুরাহা হবে বলেই রেলের তরফে মনে করা হচ্ছে।

সম্পর্কিত পোস্ট