হার্দিকের ফিটনেস নিয়ে উঠছে প্রশ্ন, তবে ষষ্ঠ বোলারের তালিকায় বিরাট!

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ এখনও অবধি পুরোপুরি ফিট নন অলরাউন্ডার হার্দিক পান্ডেয়া (Hardik Pandeya)। দলে আপাতত ব্যাটসম্যান তিনি।

তাই ষষ্ঠ বোলারের খোঁজে সমস্যায় ভারতীয় দল (Indian Team)। সেই জায়গায় বিকল্প হিসাবে উঠে আসছে ক্যাপ্টেন কোহলির (Virat kohli) নাম।

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অনুশীলন ম্যাচে বোলিং করে নজর কেড়েছেন ক্যাপ্টেন বিরাট কোহলি (Virat Kohli)৷ ২ ওভারে গ্লেন ম্যাক্সওয়েল (Glen Maxwell) , স্টিভ স্মিথদের (Steve Smith) দিয়েছেন মাত্র ১২ রান। কিন্তু হার্দিকের মতো ধারাবাহিক খেলোয়াড়ের ফর্মে থাকা জরুরী।

কারণ, হার্দিকের মতো খেলোয়াড়ের হাত ধরে যে কোনও সময় বদলে যেতে পারে ম্যাচের মোড়। সেই ডিপেন্ডেবল হার্দিককে শুধুমাত্র ব্যাট করতে দেখা গিয়েছে গোটা আইপিএলে( IPL)।

এমনকি তাঁর ধারাবাহিকতা নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকে। টি-টোয়েন্টি বিশ্বকাপে (T20 Worldcup) ব্যাটিং নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে৷

গত ম্যাচে ক্যাপ্টেন রোহিত শর্মা (Rohit Sharma) জানিয়েছেন, বিশ্বকাপে বোলিং করবে হার্দিক। দলের মধ্যে ব্যালেন্স রাখার জন্য ছ’নম্বর বোলার থাকা খুব জরুরী। কারণ, এই সময় সমস্ত বোলাররা ফর্মে রয়েছেন। তাই ছ’নম্বর বোলারের ফর্মে থাকা জরুরী।

সম্পর্কিত পোস্ট