লাখিমপুরে খুন বিজেপি কর্মীদের বাড়িতে যাওয়ার পরেই একমাসের জন্য সাসপেন্ড যোগেন্দ্র যাদব
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ একমাসের জন্য কমিটি থেকে স্বরাজ ভারতের প্রধান যোগেন্দ্র যাদবকে (Yogendra Yadav) সাসপেন্ড করল সংযুক্ত কিষাণ মোর্চা (Sanyukt Kisan Morcha)। আগামী একমাস বৈঠকে অংশগ্রহণ করতে পারবেন না তিনি।
সংযুক্ত কিষাণ মোর্চার তরফে জানানো হয়েছে, ৩ অক্টোবর উত্তরপ্রদেশের লাখিমপুর খেরির ঘটনায় যে বিজেপি কর্মীদের মৃত্যু হয়েছিল তাঁদের পরিবারের সঙ্গে দেখা করেন তিনি। তাই তাঁকে এক মাসের জন্য সাসপেন্ড করা হয়েছে।
সংযুক্ত কিষাণ মোর্চার তরফে জানানো হয়েছে, আগামী একমাস সংযুক্ত কিষাণ মোর্চার কোনও বৈঠকে যোগেন্দ্র যাদব অংশগ্রহণ করতে পারবেন না।
এদিন বিজেপি পরিবারের সঙ্গে সাক্ষাতের পর যোগেন্দ্র যাদব ট্যুইটারে লেখেন, কৃষক শহীদ সভা থেকে মৃত বিজেপি কর্মী শুভম মিশ্রর বাড়ি যান তিনি। পরিবারের কেউ আমাদের ওপর রাগ করেনি। শুধুমাত্র দুটি প্রশ্ন আমার কানে বারবার আঘাত করছে। এক, আমরা কী কৃষক নয়? আমার ছেলের কী দোষ ছিল?
সংযুক্ত কিষাণ মোর্চা রাকেশ টিকায়িত (Rakesh Tikait) জানিয়েছেন, এটা সংগঠনের সিদ্ধান্ত। তাই ব্যক্তিগতভাবে তিনি কিছু বলতে চান না। বিজেপি কর্মীদের বাড়িতে গেলে প্রাণ সংশয় ছিল বলে জানিয়েছেন তিনি।