শনিবার বারাবাঙ্কি থেকে ‘প্রতিজ্ঞা যাত্রা’ শুরু করবেন প্রিয়াঙ্কা গান্ধী বঢরা
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ উত্তরপ্রদেশ নির্বাচনের আগে জোরকদমে প্রচারে নামছে কংগ্রেস। বারাণসীর পর শনিবার বারাবাঙ্কি (Barabanki) থেকে ‘প্রতিজ্ঞা যাত্রা’ (Pratigya Yatra) করবেন কংগ্রেস (Congress) নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী বঢরা (Priyanka Gandhi Vadra)।
কংগ্রেস সূত্রে খবর, প্রিয়াঙ্কার ‘প্রতিজ্ঞা যাত্রা’ বারাবাঙ্কি থেকে শুরু হয়ে লখনউ (Lakhnow), উন্নাও (Unnao), চিত্রকুট (Chitrakut), ফতেপুর (Fatepur), বান্দা (Banda), হামিরপুর(Hamirpur), জালাউন হয়ে ঝাঁসি অবধি যাবে। অন্যদিকে, আরও একটি যাত্রা শাহারানপুর থেকে শুরু করে মুজাফফরনগর, বিজনোর, মুরাদাবাদ, রামপুর, বরেলি, বাদাউন, আলিগড়, হাথরাস এবং আগ্রা হয়ে মথুরা যাবে।
‘প্রতিজ্ঞা যাত্রা’ চলাকালীন একাধিক জায়গায় সভা করবেন কংগ্রেস মহাসচিব প্রিয়াঙ্কা গান্ধী বঢরা। আসন্ন নির্বাচনের দিকে তাকিয়ে এদিন বারাবাঙ্কি থেকে মহিলা ও কৃষকদের জন্য একাধিক প্রকল্পের কথা ঘোষণা করবেন তিনি৷ সেইসঙ্গে যুব সমাজের জন্য কর্মসংস্থান এবং বিনামূল্যে শিক্ষার কথাও ঘোষণা করতে পারেন তিনি।
চোখ রাঙাচ্ছে চিন, সামরিক শক্তি প্রদর্শন ভারতের
এবারের নির্বাচনে মহিলাদের বিষয়ে বিশেষ গুরুত্ব দিতে চাইছে কংগ্রেস৷ নির্বাচনে ৪০ শতাংশ মহিলাদের টিকিট দেওয়ার কথা ঘোষণা করেছেন প্রিয়াঙ্কা। সেইসঙ্গে মহিলাদের মোবাইল এবং স্কুটি দেওয়ার কথাও ঘোষণা করেছেন তিনি।
আর মাত্র কয়েকমাস পরেই উত্তরপ্রদেশের নির্বাচন (Uttarpradesh Election)। এখান থেকেই স্থির হতে পারে ২৪ এর নির্বাচনেএ ভবিষ্যত। তাই নিজেদেরকে বিজেপির প্রধান প্রতিপক্ষ প্রমাণ করতে কোনও খামতি রাখছেন না প্রিয়াঙ্কা। তাঁকে সামনে রেখেই এবারের নির্বাচনে লড়াইয়ের সিদ্ধান্ত নিয়েছে কংগ্রেস।