‘গণ’ অসেচতনতার মাশুল, ২৪ ঘন্টায় কলকাতায় করোনা আক্রান্ত ২৪২

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ শারদ উৎসবের (Durgapujo) পর ফের বেলাগাম করোনা (Corona)। টেস্ট বাড়তেই লাফিয়ে লাফিয়ে বাড়তে শুরু করেছে সক্রিয় রোগীর সংখ্যা। তিন দিন পর শুক্রবার (Friday) করোনা সংক্রমনের হার অনেকটাই কম শুক্রবার রাজ্যজুড়ে (Westbengal) করোনা সংক্রমনের হার নেমে এসেছে ২.১০।

গত ২৪:ঘন্টায় স্বাস্থ্য দপ্তরের (Health Department) প্রকাশিত বুলেটিনে দেখা যাচ্ছে করোনা আক্রান্তের সংখ্যা ৮৪৬। আক্রান্তের হারে কলকাতা (Kolkata) ও উত্তর ২৪ পরগনা (North 24pgs) জেলা আবারও চিন্তার ভাঁজ ফেলেছে স্বাস্থ্য দপ্তরের।

এদিন কলকাতায় করোনা আক্রান্ত হয়েছেন ২৪২ জন এর পরেই রয়েছে উত্তর ২৪ পরগনা ১১৬ জন করোনা আক্রান্ত হয়েছেন গত ২৪ ঘন্টায়। দক্ষিণ ২৪ পরগনায় ৮৪ জন বেড়েছে করোণা আক্রান্তের সংখ্যা।

Lakshmi Bhandar: ১ কোটি প্রাপকের লক্ষ্মী লাভ, অ্যাকাউন্টে পৌঁছল সেপ্টেম্বর এবং অক্টোবরের ভাতা

শুক্রবারের করোনা বুলেটিনে ২০০-র উপরে সংক্রমণ কলকাতায়। উত্তর ২৪ পরগনার সংক্রমণ ১০০-র উপরে। ১০০ ও ৫০-এর মধ্যে করোনা সংক্রমণ দক্ষিণ ২৪ পরগনা, হুগলি, হাওড়ায়। ৫০-এর সামান্য নিচে নদিয়ার সংক্রমণ।

বাকি সব জেলায় ৩০-এর নিচে করোনার দৈনিক সংক্রমণ। সবথেকে কম সংক্রমণ ২ জন কালিম্পং ও পুরুলিয়ায়।পুরুলিয়ায় মাত্র ২৩ জন। ৭ জেলায় ১০-এর নিচে সংক্রমণ। ৭ জেলায় সক্রিয় ১০০-এর নিচে।

সম্পর্কিত পোস্ট