লাগামছাড়া উন্মাদনায় বাড়ছে covid গ্রাফ, হাওড়া ও কলকাতায় সেফহোম
দ্য কোয়ারি ডেস্ক: দুর্গোৎসব (Durgapuja) কাটতে না কাটতেই ভয় ধরাচ্ছে শুরু করেছে করোনা (Coronavirus)। উর্ধমুখী সংক্রমনে আশঙ্কা। প্রশাসনের নির্দেশকে বুড়ো আঙুল দেখিয়ে উৎসবে মাস্কহীন বঙ্গবাসীর লাগামছাড়া উন্মাদনার তুমুল সমালোচনা করছেন চিকিৎসক মহল।
হাওড়া জেলাতেও করোনা গ্রাফ উর্ধ্বগামী। জেলা স্বাস্থ্যদপ্তরের নির্দেশ অনুযায়ী হাওড়া সিটি পুলিশের (Howrah City Police) অন্তর্গত বেশ কয়েকটি থানা এলাকায় বড়বড় বাজার গুলিকে সপ্তাহে একদিন করে বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে জেলা প্রশাসন।
সোমবার বাজার বন্ধ থাকবে শিবপুর, সাঁকরাইল ও নিশ্চিন্দা থানা এলাকার সমস্ত বাজার। বেলুড় ও সাঁতরাগাছি বন্ধ থাকবে মঙ্গলবার । বুধবার খোলা হবে না চ্যাটার্জীহাট,গোলাবাড়ি ও জগাছা।
বৃহস্পতিবার বন্ধ থাকবে হাওড়া,দাশনগর,বালি ও ডোমজুড়। মালিপাঁচঘড়া ও লিলুয়ার বাজার বন্ধ শুক্রবার দিনকে। শনিবার ব্যাঁটরা ও বোটানিক্যাল গার্ডেন এলাকা।
বাজার বন্ধের পাশাপাশি কন্টেন্টমেন্ট (Containment Zone) ও মিনি কন্টেন্টমেন্ট জোনের উপর জোর দেয়ার নির্দেশ স্থানীয় থানা গুলিকে।
অন্যদিকে কলকাতার (Kolkata) কোভিড পরিস্থিতি নিয়ে শুক্রবার কলকাতা কর্পোরেশনে বৈঠক করেছেন পুরসভার প্রশাসক মন্ডলীর সদস্য অতীন ঘোষ (Atin Ghosh)।
অতীন ঘোষ জানিয়েছেন, “কলকাতায় যারা কোভিড আক্রান্ত হয়েছেন সে সব এলাকা পরিদর্শন করবে কলকাতা পৌরসভা। কোভিড পজিটিভ হওয়ার পর আক্রান্ত ব্যক্তি হোম আইসোলেশনে আছেন কিনা বা থাকার জায়গা আছে কি না সবটাই দেখা হবে। পাশাপাশি প্রতিদিন স্যানিটাইজেশনে জোর দেওয়া হচ্ছে। ইতিমধ্যেই কলকাতায় তিনটি জায়গায় কোয়ারেন্টাইন (Quarantine) সেন্টার সেফ হোম (Safe Home) খোলা হচ্ছে।“
শিশুরা করোনা আক্রান্ত হলে মা এবং শিশুর জন্য হরে কৃষ্ণ শেঠ লেনে, তপসিয়া এবং ট্যাংরা চম্পামণি মাতৃ সদনে সেফ হোম তৈরি করা হবে বলেও জানান অতীন ঘোষ।
এছাড়া কলকাতা কর্পোরেশনের সঙ্গে যোগাযোগের জন্য যে নম্বর গুলি ছিল সেগুলি আবার চালু করা হচ্ছে। যারা আক্রান্ত হচ্ছেন তাদের সঙ্গে টেলিকলিং এর মাধ্যমে যোগাযোগ করছে কলকাতা পৌরসভা।